নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার পাই

বেঁচে থাকার জন্য রসদ চাই ; লেখালিখিকেই আমি সেই রসদ হিসেবে বেছে নিয়েছি।

বাংলার পাই

জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।

বাংলার পাই › বিস্তারিত পোস্টঃ

বাতাস কি বলে

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:০২

হে বঙ্গ ললনা,কান পেতে শোননা,

ওই বাতাস কি বলে।

বাতাস কী বলেনা?আমার সাথে চলনা,

ওই দূর সমুদ্রের ওপারে।

যেথায় বাঁধব ঘর,হব না কবু পর,

থাকব দুজন দুজনার আপন হয়ে।

যেমন উড়ছে কেশ,তেমনি উড়বে মন,

শেষ হলে অবসাদ ক্লেষ আর দুঃখের ক্ষণ।

থাকবে না কোন দুঃখ-কষ্ট,ভালোবাসা হবে স্পষ্ট,

হবে না সুখের শেষ,আমরা থাকব বেশ।

আর যদি কথা হয় শেষ,থেকে যাবে তার রেশ,

ভালবাসা বিলাবে নীরব আবেশে।



সাবধান ললনা,তার কথায় ভুলোনা,

শুনোনা তার যত মিথ্যা প্রলোভন,

সে মায়াবী কি ছলনা,তাই আগে দেখনা,

তবে তুমি বুঝবে কে তোমার আপন।



সাবধান ললনা,একবার ভাসালে তরী,

ভিড়বে না আর কূলে,দুঃখ পাবে ভারী।

হারাবে তোমার আরধ্য সবকিছু

তখন কিন্তু দুঃখগুলো নিবে তোমার পিছু।

তাই বলি যদি করো ভুল,হারাবে সব কূল,

দিতে হবে সমস্ত ভুলের মাশুল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.