নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার পাই

বেঁচে থাকার জন্য রসদ চাই ; লেখালিখিকেই আমি সেই রসদ হিসেবে বেছে নিয়েছি।

বাংলার পাই

জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।

বাংলার পাই › বিস্তারিত পোস্টঃ

আহ্বান

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮

আহ্বান করি এই বাংলার সমস্ত আমজনতাকে,

তাকিয়ে দেখ ওই,বন্ধ হতে চললো তোমার সমস্ত দুয়ার,

তোমরা আঘাত করতে শেখো,রক্তে আগুন জ্বালাতে শেখো,

তোমরা বিদ্রোহ করতে শেখো আর একবার,

এই বাংলার বুকে বয়ে যাক আর একটি মহাবিদ্রোহের ঝড়,

লণ্ডভণ্ড হয়ে যাক,ধ্বংস হয়ে যাক পুরনো আর জীর্ণ শীর্ণ মতবাদ,

প্রত্যয়ে আসুক নতুনত্ব,সৃষ্টি হোক অভিনবত্ব,বয়ে যাক শান্তির অমিয় ধারা।



আহ্বান করি এই বাংলার সমস্ত সাধারণ মানুষকে,

তাকিয়ে দেখ ওই গড়ে উঠছে মহাপ্রাচীর তোমারই পিঠের কাছে,

তোমরা নড়তে শেখো,প্রতিবাদ করতে শেখো,

তোমরা লড়াই করতে শেখো আর একবার।

এই বাংলার বুকে হয়ে যাক আর একটি লঙ্কাতাণ্ডব,

গুড়িয়ে যাক,চুর্ণ-বিচুর্ণ হয়ে যাক বাঁধার প্রাচীর,

গড়ে উঠুক ফুলের বাগান,বয়ে যাক সাম্যের মন মাতানো সৌরভ।



আহ্বান করি এই বাংলার সমস্ত জনগণকে,

তাকিয়ে দেখ ওই গড়ে উঠছে ধর্মান্ধতার মহাগারদ তোমারই চোখের সামনে,

তোমরা ভাঙ্গতে শেখো,গর্জে উঠতে শেখো।

তোমরা আনন্দোল করতে শেখো আর একবার।

এই বাংলার বুকে বয়ে যাক আর একটি রক্তগঙ্গা,

ভেঙ্গে যাক,ধ্বংস হয়ে যাক ওই ধর্মান্ধতার মহাগারদ,

গড়ে উঠুক সাম্প্রদায়িক সম্প্রিতি,বয়ে যাক অসাম্প্রদায়িকতার অমৃত বানী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪

একজন আরমান বলেছেন:
থিমটা দারুণ।

লেখাটাও চমৎকার।

শুভকামনা রইলো।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৩

বাংলার পাই বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.