![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
মনে পড়ে, সোহরাওয়ার্দীর সেই ধুলোমাখা পথ,
যেখানে খালি পায়ে হাঁটতাম, তুমি আর আমি,
পাশাপাশি,কত অনুভূতির বিনিময়, কত স্বপ্ন,
কত কথা, কত নীরব মুহুর্তের সাক্ষী ছিল,
আমি সেই পথের কথায় বলছি।
পাখির পালকের মত নরম ছিল যার
ধুলোমাখা বুক,যার কোমল স্পর্শে শিহরন
জাগাত মনে, যার আলতো ছোঁয়ায় হারিয়ে
যেতাম আমরা, মনে পড়ে সেই পথের কথা?
যে ছিল আমাদের ভালোবাসার সঙ্গী, যার
ধুলোমাখা বুকে রাখা ছিল আমাদের অগণিত
ছেলেমানুষির স্মৃতি, সীমাহীন পাগলামি, কত
আনন্দ-বেদনার কাব্য রচনা করেছি যার বুকে,
মনে পড়ে তার কথা?
আমি সেই পথটার কথা বলছি, যেখানে আমি
প্রথম হাত ধরে ছিলাম তোমার, যেখানে আমরা
প্রথম আবদ্ধ হয়েছিলাম ভালোবাসার আলিঙ্গনে,
যেখানে তুমি প্রথম বার চুমু খেয়েছিলে আমাকে,
মনে পড়ে তার কথা?
কী, মনে পড়ে না? আরে আমি সেই পথটার
কথা বলছি, যেখান প্রথম দেখা হয়েছিল
আমাদের, যেখানে প্রথম চোখে চোখ পড়েছিল
আমাদের,যেখানে প্রথম অনুভূতির জন্ম হয়েছিল
আমাদের,যেখানে প্রথম ভালোবাসার সৃষ্টি হয়েছিল
আমাদের,আমি সেই পথের কথায় বলছি।
তবুও মনে পড়ছে না? একটু চেষ্টা কর,
আমি সেই পথের কথা বলছি, যেখান
থেকে আমাদের ভালোবাসায় অবিশ্বাস বাসা
বেধেছিল, যেখান থেকে আমাদের দূরত্ব তৈরী
হয়েছিল,যেখান থেকে তুমি আমাকে ছেড়ে
গিয়েছিলে,যেখান থেকে তোমাকে ছেড়ে যেতে
হয়েছিল আমার, আমি সে পথের কথায়
বলছি, মনে কি পড়ে তার কথা?
জানো, একেবারে বদলে গিয়েছে সে, তুমি
দেখলে আর চিনতেই পারবে না তাকে,সে
আর আগের মত নেই, তার সেই ধুলোমাখা
নরম কোমল চেহারা আর নেই, সে হয়েছে
ঐশ্বর্যময়ী, পরিণত হয়েছে লাবণ্যময়ী এক
কৃত্রিম পথে, যেখানে খালি পায়ে হাটে না আর
কোন প্রেমিক-প্রেমিকা,তার নরম কোমল স্পর্শে
আর সিহরন জাগেনা, তার বুকে এখন নরম
ধুলোর বদলে শক্ত কংক্রিটের বাস, ঠিক যেন
তোমারই এক শক্ত কংক্রিটের প্রতিমা।
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৪
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর