![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
প্রতিদিন কিছু কিছু নতুন স্বপ্ন দেখে যেতে হয়
নতুন স্বপ্ন দেখতে হয়,
বা দেখি
মনের রং-তুলি দিয়ে যাদের আঁকি,
সাজিয়ে তুলি মনের মত করে
যাদের আমি বাস্তবে রূপ দিতে চাই।
প্রতিদিন কিছু কিছু স্বপ্ন হারিয়ে যেতে থাকে
হারিয়ে যেতে দিতে হয়
বা হারিয়ে যেতে বাধ্য হয়
বা হারিয়ে যায়
অন্য হাজার স্বপ্নের মাঝে যা আর কখনও ফিরে আসে না।।
প্রতিদিন কিছু কিছু স্বপ্ন ভেঙ্গে যেতে থাকে
ভেঙ্গে যেতে দিতে হয়
বা ভেঙ্গে যেতে বাধ্য হয়
বা ভেঙ্গে যায়
যা আর কখনও জোড়া লাগে না বা লাগানো সম্ভব হয় না।
প্রতিদিন কিছু কিছু স্বপ্ন দূরে চলে যেতে থাকে
দূরে চলে যেতে দিতে হয়
বা দূরে চলে যেতে বাধ্য হয়
বা দূরে চলে যায়
যা বাস্তবে আর কখনও কাছে আসে না।।
প্রতিদিন কিছু কিছু স্বপ্ন নির্বাসনে যেতে থাকে
নির্বাসনে যেতে দিতে হয়
বা নির্বাসনে যেতে বাধ্য হয়
বা নির্বাসনে যায়
যার নির্বাসিত জীবন কখনও শেষ হয় না।
প্রতিদিন কিছু কিছু স্বপ্ন আমাকে ত্যাগ করতে থাকে
যাদের ত্যাগ করতে দিতে হয়
বা ত্যাগ করতে বাধ্য হয়
বা ত্যাগ করে
যারা আর কখনও আমাকে গ্রহন করে না।।
প্রতিদিন কিছু কিছু স্বপ্নের ইচ্ছা মৃত্যু ঘটতে থাকে
ইচ্ছা মৃত্যু ঘটাতে হয়
বা ঘটতে বাধ্য হয়
বা ঘটে
যাদের আর কখনও জীবন্তরূপে পাওয়া যায় না।
প্রতিদিন কিছু কিছু স্বপ্ন বিসর্জনে যেতে থাকে
বিসর্জনে যেতে দিতে হয়
বা বিসর্জনে যেতে বাধ্য হয়
বা বিসর্জনে যায়
যা আর কখনও বাস্তবে পরিণত হতে পারে না।।
তবুও স্বপ্ন দেখে যায় নিরন্তর,অবিরাম
স্বপ্নের এই অবিরত আসা-যাওয়ার মাঝেই বেঁচে থাক তে হয়।
©somewhere in net ltd.