![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
আমি যদি কবি হতাম,
একটি প্রেমের কবিতা লিখতাম তোমাকে নিয়ে।
যার ছন্দ হতে তুমি,উপমাও হতে তুমি,
যার প্রতিটি লাইন হতে তুমি,প্রতিটি স্তবকও তুমি,
যার সর্বাঙ্গ জুড়ে থাকতো শুধু তোমারই বন্দনা।
আমি যদি নাট্যকার হতাম,
একটি মিলনাত্নক নাটক লিখতাম তোমাকে নিয়ে।
যার চরিত্র হতে তুমি,সংলাপও হতে তুমি,
যার প্রতিটি অঙ্ক হতে তুমি,প্রতিটি দৃশ্যও হতে তুমি,
যার সর্বাঙ্গ জুড়ে থাকতো শুধু মিলন সুখের আলপনা।
আমি যদি গায়ক হতাম,
একটি প্রেমের গান বানাতাম তোমাকে নিয়ে।
যার তাল হতে তুমি,লয়ও হতে তুমি,
যার সুর হতে তুমি,ঝংকারও হতে তুমি,
যার সর্বাঙ্গ জুড়ে থাকতো শুধু তোমারই কল্পনা।
আমি যদি উপন্যাসিক হতাম
একটি প্রেমের উপন্যাস লিখতাম তোমাকে নিয়ে।
যার নায়িকা হতে তুমি,কাহিনীও হতে তুমি,
যার শুরু হতে তুমি,শেষও হতে তুমি,
যার সর্বাঙ্গ জুড়ে থাকতো শুধু তোমারই সুখ-দুঃখের বর্ণনা।
©somewhere in net ltd.