![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
মহেশখালি থেকে ফিরছিলাম আমরা,
উত্তাল বাকখালি নদী পাড়ি দিয়ে;
স্রোতের বিপরীতে স্পিডবোর্ডের গর্জন
আর আমার পাশে তুমি;গাঙচিল উড়ে
যাচ্ছে আমাদের পাশ দিয়ে,দুই ধারে
সারি সারি কেওড়া গাছ আর চলমান
সাম্পান;নদীর নীল জলে অস্তগামী রবির
রক্তিম আ্ভার লুকোচুরি খেলা;আমাকে
নিয়ে যাচ্ছিল কোন এক স্বপ্নরাজ্যে;যে
রাজ্যের রাজা আমি আর রানী তুমি।
স্রোতের বিপরীতে হাত ডুবিয়ে বসে
আছি আমি,নদীর নোনা জল ছিটকে
উঠছে,ভিজিয়ে দিচ্ছে তোমার মুখ,হাত
শরীর;সূর্যের রক্তিম আভায় জ্বল জ্বল
করছে তোমার মুখের উপরে পড়া জলের
প্রতিটি ফোটা;যেন একরাশ মুক্তা ছিটিয়ে
দিয়েছে কেউ;আমি অবাক বিস্ময়ে তাকিয়ে
আছি তোমার দিকে,তুমি নির্বাক,ভাষাহীন;
কোন কথা নেই তোমার মুখে,যেন পৃথিবীর
সমস্ত নিরাবতা এসে ভর করেছে তোমার
মাঝে;তুমি বোবা হয়েগেছ,কালা হয়েগেছ;
কিছু বলছনা,কিছু শুনছনা;শুধু তাকিয়ে আছ
আমার দিকে;তোমার ওই অপলক চোখের
চাহনি আমাকে বাকশক্তিহীন করে দিচ্ছিল,
তীক্ষ্ণ আক্রমনে লণ্ডভণ্ড করে দিচ্ছিল আমাকে,
আমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিলাম;আমি
পর্যদুস্ত হয়ে হারিয়ে যাচ্ছিলাম,ডুবে যাচ্ছিলাম
তোমার মাঝে;ঘোরের মধ্যে স্বপ্নের মত আশ্চার্য
এক বিকেল কেটে যাচ্ছিল।
কতক্ষণ এভাবে কেটেছে জানি না,নিরাবতা
ভাঙ্গল হঠাৎ তোমার ডাকে,কানের কাছে মুখ
এনে আস্তে করে বললে, “অনেক হয়েছে,পানিতে
আর হাত দিয়োনা,ঠাণ্ডা লেগেযাবে”;ইচ্ছে হচ্ছিল
বসেই থাকি,হাজার বছর এভাবেই কাটিয়েদি তোমার
দিকে তাকিয়ে,কিন্তু পারলাম না,পারলাম না তোমায়
উপেক্ষা করতে। হাত উঠিয়ে নিলাম আমি।
তোমার ডান হাতে আমার বাম হাত নিলে,আস্তে
করে চাপ দিলে,পরম নির্ভরতায় তোমার দিকে
তাকালাম আমি,মুখে তোমার ভুবন ভোলানো
মুচকি হাসি,আমাকে আবার উড়িয়ে নিয়ে গেল
বাস্তব জগত থেকে;দূরে,বহুদূরে,যেখানে শুধু
আমাদেরই বিচরন,আর কেউ নয়,শুধু তুমি
আর আমি।
০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ,আপনার গঠণমুলক মন্তব্যের জন্য।
আমি একেবারে অনাড়ি একজন ব্লগার।
তাই যা মনে আসে তাই লিখে ফেলি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৫৮
ডট কম ০০৯ বলেছেন: কাব্যময়তার অভাব।