![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
আমাকে ছিড়ে ফেল,ভেঙ্গে ফেল,কিছু মনে করব না;
আমাকে কেটে ফেল,ফেড়ে ফেল,কিছু বলব না;
আমাকে খণ্ড খণ্ড কর,টুকরো টুকরো কর,তবুও রাগ করব না;
শুধু বলনা তোমাকে ভুলে যেতে,আমি তা পারব না।
আমাকে চূর্ণবিচূর্ণ কর,ধূলার সাথে মিশিয়ে দাও,আমি মিশে যাব,
আমাকে নিঃশেষ করে দাও, আমি নিঃশেষ হয়ে যাব;
আমাকে ছুড়ে ফেলে দাও,আমি আবার উঠে আসব তোমার কাছে;
তবুও প্রতিবাদ করব না;শুধু বলনা তোমাকে ছেড়ে যেতে,
তোমাকে ছেড়ে যাওয়ার নিদারুণ যন্ত্রণা আমি সইতে পারব না।
আমাকে দুঃখ দাও, কষ্ট দাও,আমি তা মেনে নেব;
আমাকে জ্বালাও,পোড়াও,আমি তা নিরবে সহ্য করে যাব;
আমকে আঘাত কর,আমি সহে নেব;শুধু বলনা
তোমাকে ভাল না বাসতে,আমি তা মানতে পারব না।
আমার দেহে যতক্ষণ প্রাণ আছে,নিঃশ্বাস আছে,আমাকে
মানা করো না,আমাকে ভালবাসতে দাও,
ততক্ষণ আমি শুধুই ভালোবেসে যেতে চাই।
©somewhere in net ltd.