নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার পাই

বেঁচে থাকার জন্য রসদ চাই ; লেখালিখিকেই আমি সেই রসদ হিসেবে বেছে নিয়েছি।

বাংলার পাই

জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।

বাংলার পাই › বিস্তারিত পোস্টঃ

আমি চাই

০৫ ই মে, ২০১৪ রাত ৯:২৯

আমি চাই,আমি তোমাকে চাই,

তোমার সমস্ত রক্ত-মাংস জুড়ে শুধু আমি থাকতে চাই,

আমি বিচরণ করতে চাই তোমার প্রতিটি অঙ্গে-প্রত্যঙ্গে,

প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে,প্রতিটি লোমকূপের গোড়ায় আমি বাস করতে চাই।



চিম্বুক পাহাড়ের খাদের মত তোমার দেহের প্রতিটি খাদে

আমি নেমে দেখতে চাই,আমি পড়ে মরতে চাই;

আমি ডুব দিয়ে দেখতে চাই তোমার শারীরিক কাস্পিয়ান হ্রদে

তার জলে আমি আবিরাম সাঁতার কেটে যেতে চাই;হারিয়ে যেতে চাই।



ভাঁজ পর্বত হিমালয়ের প্রতিটি ভাঁজের মত তোমার শারীরের

প্রতিটি ভাঁজকে আমি খুলে খুলে দেখতে চাই,জয় করতে চাই

তোমার প্রতটি ভাজ,প্রতিটি শৃঙ্গ,আমি চড়ে দেখতে প্রতিটি চূড়া;

তোমার শরীরে জমে থাকা সমস্ত বরফ গলিয়ে দিতে চাই আমি,

নামিয়ে দিতে চাই অগণিত ঝর্ণা,সৃষ্টি করতে চাই পদ্মা,মেঘনা,

যমুনার মত খরস্রোতা নদী;



আমি চাষ করতে চাই তোমার বুকের উর্বর পলিমাটির জমিন,

গ্রীষ্মের খররৌদ্র কর্ষণ করতে চাই তাকে,বর্ষার শীতল ধারায়

বপন করতে চাই বীজ,সেখানে ফসল ফলবে বার মাস,থাকবে

না আর কোন অভাব;



আমি অবগাহন করতে চাই তোমার শরীররূপি বঙ্গোগোপসাগরে,

তার ঢেউ এর তোড়ে আমি ভেসে যেতে চাই,ডুবরি রূপে

ডুপ দিয়ে দেখতে চাই তার বুকে,খুঁজে আনতে চাই তার

সকল মণিমুক্তা,ঘুরে দেখতে চাই তার অনাবিল সুখ,

উপভোগ করতে চাই তার সমস্ত সৌন্দর্যকে।



আমি শেষ বিকেলে হেঁটে যেতে চাই তোমার শরীর সৈকতে,

হেঁটে হেঁটে পা ভেজাতে চাই তীরে আসা জলে,তার তীরে

বসে উপভোগ করতে চাই সূর্যের উদয় ও অস্ত।



তোমার সব পাওয়া না পাওয়া জুড়ে আমি থাকতে চাই;

তোমার সমস্ত চাওয়া পাওয়া জুড়েও আমি থাকতে চাই;

আমার সমস্ত রক্ত-মাংস জুড়ে আজ শুধু তোমারই অভাব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হিংসে করার মতো কবিতা।
আকুতি আকাঙ্ক্ষার তীব্রতা কি সুনিপুন উচ্চারিত করলেন।

০৭ ই মে, ২০১৪ রাত ১২:০০

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.