নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার পাই

বেঁচে থাকার জন্য রসদ চাই ; লেখালিখিকেই আমি সেই রসদ হিসেবে বেছে নিয়েছি।

বাংলার পাই

জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।

বাংলার পাই › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে

১৪ ই মে, ২০১৪ রাত ১০:১০

ইচ্ছে করে মেঘ হোই,সারা দিন আকাশে উড়ব,

অসংখ্য বৃষ্টি কণা বুকে নিয়ে ঘুরব,সূর্যের সাথে লুকোচুরি খেলব,

কখনও কখনও রাগে,ক্ষোভে,দুঃখে গর্জন করে উঠব;

আবার মন চাইলে ঝরে পড়ব,যার উষ্ণ শীতল স্রোতে

ধুয়ে মুছে যাবে জীবনের যত গ্লানি;পবিত্র হবে মন,

ভুলে যাব না পাওয়া সব বেদন।



ইচ্ছে করে আকাশ হোই,পাখি উড়বে যার সুবিশাল বুকে,

গায়বে গান সুখে,সৃষ্টি করবে প্রেম আমার এই ঊষর মরুর বুকে,

হারিয়ে যাবে যত স্বপ্ন ভাঙ্গার ব্যথা,মুছে যাবে সব দুঃখ,কষ্ট,জ্বালা।



ইচ্ছে করে পূর্ণিমার রাত হোই,বিশাল চাঁদ উঠাব,জ্যোৎস্না ঝরাব,

পৃথিবী হেসে উঠবে অবিরাম সুখে,হারিয়ে যাবে যত অমাবস্যার রাত,

দূর হবে সব বিভীষিকাময় আঁধার,স্বপ্নেরা সব জেগে উঠবে,ভীড় করবে

দুয়ারে এসে আবার।



ইচ্ছে করে শ্রাবনের বৃষ্টি হোই,ঝরে পড়ব অবিরাম ধারায়,

গড়িয়ে যাব মন যেদিকে চাই,হারিয়ে যাব পরিচিত সব

পরিবেশ ছেড়ে,দূরে কোথায়ও চলে যাব স্বপ্ননীলকে নিয়ে,

খুঁজে পাবে না কেউ,থাকবে না কোন বাধা,আমি হব শ্যাম

আর স্বপ্ননীলকে বানাব আমার হৃদয় মন্দিরের রাঁধা।



ইচ্ছে করে আকাশের পাখি হোই,উড়ে যায় যেদিকে যায় চোখ,

হারিয়ে যায় অজানা কোন দেশে,হবে না আর দেখা,চাইবো না

আর প্রেম-ভালবাসা,থাকবে না কোন দুর্নিবার আশা,শেষ হবে

যত চাওয়া-পাওয়ার খেলা,ভাঙবে যত আশা-ভরসার মেলা

ভাসাব না আর কোন স্বপ্নের ভেলা,মিটাব সব লেনাদেনা পালা।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লেখনী

১৪ ই মে, ২০১৪ রাত ১০:৫৭

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন।

২| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:২৭

একজন ঘূণপোকা বলেছেন:
কবিতা ভালো লাগলো

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২১

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.