![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
আমি ঘৃণা করি,আমি তাদের ঘৃণা করি।
যারা আমার যুক্তিবাদী কলমকে থামিয়ে দিতে চায়,
যারা আমার মুক্তবুদ্ধির কণ্ঠকে রোধ করতে চায়,
আমি তাদের ঘৃণা করি।
যারা আমার দেশের প্রগতিশীলতাকে রুখে দিতে চায়,
যারা আমার দেশকে প্রতিক্রিয়াশীলতার ছায়ায় নিতে চায়,
আমি তাদের ঘৃণা করি।
যারা আমার সোনার বাংলাকে মধ্যযুগীয় অন্ধকারে ডোবাতে চায়,
যারা আমার বাংলাদেশের বুকে মধ্যযুগীয় বর্বরতা চালায়,
আমি তাদের ঘৃণা করি।
যারা ধর্মের নামে ভণ্ডামি করে,
যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে,
আমি তাদের ঘৃণা করি।
যারা ধর্মের নামে অশান্তি করে,
যারা ধর্মের নামে বিশৃঙ্খলা করে,
আমি তাদের ঘৃণা করি।
যারা ধর্মের নামে মানুষ হত্যা করে,
যারা ধর্মের নামে পশবিকতা কর,
আমি তাদের ঘৃণা করি।
যারা আমার প্রিয় বাংলাকে বার বার রক্তে রঞ্জিত করে,
যারা আমার ভাইয়ের রক্তে বাংলার মাটিকে লাল করে,
আমি তাদের ঘৃণা করি।
যারা আমার দেশের মাটিতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প সৃষ্টি করে,
যারা আমার দেশের অসাম্প্রদায়িকতার চেতনাকে নষ্ট করে,
আমি তাদের ঘৃণা করি।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৯
বাংলার পাই বলেছেন: আমিও ঘৃণা করি। তবে আপনি কাকে বা কাদের ঘৃণা করেন বুঝতে পারলাম না।
ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
২| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
রাহুল চক্রবর্তী বলেছেন: যারা এমনটা করে তাদের।
১৯ শে মে, ২০১৪ রাত ১২:০৪
বাংলার পাই বলেছেন: ভালো লাগলো। আমার দলে আপনাকেও পেলাম। শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ ভোর ৪:৩৮
রাহুল চক্রবর্তী বলেছেন: ঘৃণা করি।