![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
আমার কি যেন হয়েছে,আমি কিরকম যেন হয়ে যাচ্ছি;
যে আমি নিজেকে উজাড় করে দিয়েছি সবার মাঝে
যে আমি গাছের শাখ-প্রশাখার মত বিস্তৃত হয়েছি
ডালপালা মেলে দিয়েছি দিগন্তের মাঝে
যে আমি পৃথিবীর অবিরাম কোলাহলে,কলরবে ডুবে থেকেছি
সেই আমি আজ নিজের মাঝেই নিজেকে গুটিয়ে নিচ্ছি
সেই আমি আজ পৃথিবীর সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি
সেই আমি আজ সমস্ত কোলাহল,কলরব ভুলে যাচ্ছি।
আমি প্রতিদিন কি রকম যেন হয়ে যাচ্ছি;
যে আমি প্রতিনিয়ত আনন্দ-উল্লাসে মেতে থেকেছি
যে আমি অকারণ হাসি-তামাসায় সময় কাটিয়েছি
যে আমি সকল প্রকার বিষণ্ণতাকে ছুড়ে ফেলেছি
সেই আমি আজ নিরানন্দে দিন পার করছি
সেই আমি আজ হাসতে ভুলে যাচ্ছি
সেই আমি আজ অবসাদের যন্ত্রণায় ভুগচ্ছি।
আমি প্রতিনিয়ত কি রকম যেন হয়ে যাচ্ছি;
যে আমি সমস্ত সংস্কারকে মাড়িয়ে যেতে চেয়েছি
যে আমি সমস্ত সংকীর্ণতাকে ছাড়িয়ে যেতে চেয়েছি
যে আমি সমস্ত শৃঙ্খলার বন্দন থেকে মুক্তি চেয়েছি
সেই আমি আজ সংস্কারের মাঝে আটকে যাচ্ছি
সেই আমি আজ সংকীর্ণতাকে প্রশ্রয় দিতে যাচ্ছি
সেই আমি আজ শৃঙ্খলার বন্দনে বন্দী হতে যাচ্ছি।
আমি অনবরত কি রকম যেন হয়ে যাচ্ছি;
যে আমি বিরামহীনভাবে ভালবাসতে চেয়েছি
যে আমি সীমাহীনভাবে ভালবাসা পেতে চেয়েছি
যে আমি লাগামহীনভাবে আলোড়িত হতে চেয়েছি
সেই আমি আজ ভালবাসা থেকে বিরত থাকছি
সেই আমি আজ ভালবাসা পাওয়ার ইচ্ছা থেকে বিরত থাকছি
সেই আমি আজ নিরাবতাকে ভালবাসে যাচ্ছি।
আমি দিন দিন কি রকম যেন হয়ে যাচ্ছি;
যে আমি স্বপ্ন দেখেছি দু’চোখ ভোরে,শত আশায় বেঁধেছি বুক
যে আমি ছুটেছি উল্কার বেগে,কালবৈশাখী ঝড়ের মত তাণ্ডব নৃত্যে
যে আমি পাড়ি দিতে চেয়েছি যৌবনের সাত সমুদ্র তের নদী
সেই আমি আজ নতুন কোন স্বপ্ন দেখছিনা
সেই আমি আজ নতুন কোন আশায় বুক বাঁধছি না
সেই আমি আজ নতুন কোন উদ্দামে আর ছুটেতে পারছি না
সেই আমি আজ নতুন কোন তরঙ্গায়িত সাগর পাড়ি দিতে পারছি না
সেই আমি আজ সযত্নে গুটিয়ে নিচ্ছি নিজেকে পৃথিবীর সমস্ত কিছু থেকে,
গোটাতে গোটাতে নিজেকে অনেক ছোট করে ফেলছি,বন্ধী করে
ফেলছি নিজের মাঝে নিজেকেই-কুনো-ব্যাঙের মত,যে
ছোট্ট একটা কুয়ার মাঝে বন্ধী,কুয়ার ওই ক্ষুদ্র গণ্ডিতে যার পৃথিবী।
২২ শে মে, ২০১৪ রাত ৯:৩৫
বাংলার পাই বলেছেন: ভুল হয়ে গিয়েছে। আপনি প্রথমটাই পড়েন। দ্বিতীয়টা আমি সরিয়ে নিচ্ছি।
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
২| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:১৫
একজন আরমান বলেছেন:
দারুণ।
আচ্ছা শিরোনাম কুনোব্যাঙ দেবার কারণ কি? কুনোব্যাঙ এর চরিত্র কি এই কবিতার মতো?
২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। আপনার মত কবি ব্লগারের মন্তব্য পেলে নিজের উপর বিশ্বাসটা বেড়ে যায়। তখন আরো লিখতে ইচ্ছে করে।
'বন্ধী করে
ফেলছি নিজের মাঝে নিজেকেই-কুনো-ব্যাঙের মত,যে
ছোট্ট একটা কুয়ার মাঝে বন্ধী,কুয়ার ওই ক্ষুদ্র গণ্ডিতে যার পৃথিবী।"------------আমি যত দূর জানি কুনোব্যাঙ তার ক্ষুদ্র গণ্ডিতে বাস করে। সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না।
আমা মনে হয় কবিতায় আমি সেই রকম একটা অবস্থার কথা বলেছি।
তাই কবিতার শিরোনাম টা এমন দিয়েছি।
আর আপনার যদি মনে হয় এর থেকে ভালো কোন শিরোনাম দেওয়া যায়। তবে দয়া করে জানাবেন। আমি খুশি মনে গ্রহণ করব।
আবারো ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৪ রাত ৯:০৯
একজন ঘূণপোকা বলেছেন:
দুইবার আসছে পোস্ট।
কোনটা পড়ব