![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
আকাশ জুড়ে মেঘ করেছে নামবে সাধের বৃষ্টি
ধুয়ে মুছে পবিত্র হবে এই ধরার যত সৃষ্টি
মুছে যাবে আছে যত পাপ তাপ গ্লানি
সুর বাঁধবে সবার মাঝে শান্তি সুখের বাণী।
বিরাজ করবে চারিদিকে শীতল সুখের হাওয়া
এসো সবাই মিলে হবে সাম্যের গান গাওয়া
গেয়ে উঠবে সবাই মিলে সবার মাঝে সুর
হিংসা বিদ্বেষ আছে যত মিলিয়ে যাবে দূর।
বৃষ্টি হলে সারা পবিত্র হবে ধরা সব সখিরে আন
সবার মাঝে বইয়ে দিক ভালোবাসার বান
সবাইকে সবাই বাসবে ভালো থাকবে মনের টান
তাইতো আমারা সবাই মিলে গায়বো বৃষ্টির গান।
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৩২
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ও কবি।
২| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:০৩
বাকপ্রবাস বলেছেন: বৃষ্টি আসুক বৃষ্টি ঝরুক ধৃুয়ে মুছে সব
নতুন করে হোক আবার জীবনের উৎসব
২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৫
বাংলার পাই বলেছেন: বৃষ্টি আসুক বৃষ্টি ঝরুক ধৃুয়ে মুছে সব
নতুন করে হোক আবার জীবনের উৎসব------------------------চমৎকার কাব্য। আমি মুগ্ধ,
অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ রাত ৮:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: মুটামুটি ভালো লেগেছে