নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার পাই

বেঁচে থাকার জন্য রসদ চাই ; লেখালিখিকেই আমি সেই রসদ হিসেবে বেছে নিয়েছি।

বাংলার পাই

জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।

বাংলার পাই › বিস্তারিত পোস্টঃ

বাংলার কবি নজরুল

২৫ শে মে, ২০১৪ রাত ৮:১৯

(আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে তারই স্মরনে ও তাকে উৎসর্গ করে তাকেই নিয়ে লেখা আমার এই কবিতা)





নজরুল তুমি বাংলা সাহিত্যের সুগন্ধি গোলাপ

করে গেলে সারাজীবন তুমি মিথ্যার অপলাপ।

গেয়ে গেলে জীবনভোর সাম্যের গান

আনলে রক্তে মোদের বিদ্রোহের বান।



লিখেছো কবিতা যতসব অত্যাচারি আর অনাচারের বিরুদ্ধে

দিয়েছে শাস্তি করেছে কারারুদ্ধ তবুও পারেনি তোমায় রুখতে।

প্রচার করে গেলে অসাম্প্রদিয়িকতার বাণী অকুতোভয় চিত্তে

কেউ পারেনি কিনতে তোমাকে দেখিয়ে বিশাল কোন বিত্তে।



কেউ বলেছে কাফের তুমি ঘোষনা করেছে নাস্তিক বলে

কোথায় গেল আজ সেই ভণ্ড আস্তিকেরা দলে দলে।

তাদের আজ আস্তাকুড়ে ছুড়ে ফেলেছে ইতিহাস

একদিন যারা তোমাকে করেছিল রূঢ় উপহাস।

তাদের আজ করে না স্মরণ কোন বঙ্গ সন্তান

একদিন যারা তোমাকে করেছে চরম অপমান।



কর্মী তুমি ধ্যানী তুমি বাংলার বিদ্রোহী কবি নজরুল

বঙ্গ মাতার সন্তানেরা তোমায় চিনতে করেনি ভুল

তোমার কাব্য কবিতায় পেয়েছি মোরা সত্যের সন্ধান

তোমার অমৃত বানী শুনে জেগে উঠেছে সব বঙ্গ সন্তান

শিখেছে যত সব শোষনের বিরুদ্ধে করতে প্রতিবাদ

বিদ্রোহ করে আজ ভেঙ্গে দিতে যত সব জীর্ণ মতবাদ।



তুমি আছো ধ্যানে আমাদেরই জ্ঞানে থাকবে জীবনভোর

তোমার দেখানো পথেই ভর করে আসবে নতুন ভোর

বাংলার কবি নজরুল তুমি অন্ধকারে দেখাও মোদের আলো

তাইতো আজ বঙ্গ মায়ের সন্তানেরা তোমায় বাসে এত ভালো।

কাজে আর কর্মে, ধ্যানে আর ধর্মে,চিত্তে ও মর্মে থাকবে তুমি আপন

বাঙালী জাতি বাঙালী ভাষী করবে তোমায় স্মরণ,রাখবে মনে আজীবন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন:


কবিকে শ্রদ্ধাঞ্জলী লেখকের জন্য চা :D

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.