নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার পাই

বেঁচে থাকার জন্য রসদ চাই ; লেখালিখিকেই আমি সেই রসদ হিসেবে বেছে নিয়েছি।

বাংলার পাই

জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।

বাংলার পাই › বিস্তারিত পোস্টঃ

তবুও পেলাম না তোর দেখা

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৬

লতা,

জানিস,আমি আর সেই অবাধ্য একগুঁয়ে ছেলেটি নই;

কত বদলে গেছি আমি,তুই আমাকে দেখলে এখন আর চিনতেই পারবি না।

জানিস,আমি এখন আর বুক বরে সিগারেটের ধোঁয়া পান করি না;

নিকোটিনের বিষে দূষিত করিনা আমার ফুসফুসকে;

তার বদলে দু’চোখ ভরে পান করি প্রভাতবেলার আমৃত সৌন্দর্য;

প্রাণভরে গ্রহণ করি স্নিগ্ধ সকালের শিশির ভেজা ভোরের বাতাস।

কত বদলে গেছি আমি,কত ভদ্র হয়ে গেছি ,তাই না?

তবুও পেলাম না,তবুও পেলাম না তোর দেখা,

তাই আজ আমি হয়ে গেছি একা,বড় একা।



লতা,

জানিস,আমি আর আগের মত সেই অগোছালো,আউলা ঝউলা নোংরা ছেলেটি নই;

কত বদলে গেছি আমি,তুই আমাকে দেখলে এখন আর চিনতেই পারবি না।

জানিস,আমি আগের মত সেই জোড়াতালি দেয়া পুরনো স্যান্ডেল পায়ে আর ঘুরি না;

অনেক দিনের পরিষ্কার না করা ঘামের গন্ধ ছড়ানো ময়লা জামা আর পরি না;

এখন আমি অনেক পরিপাটি করে গোছানো আর ছিমছাম স্মার্ট একটা ছেলে,

হাল ফ্যাশানের সদ্য প্রস্তুতকৃত চপ্পল পায়ে ঘুরি,

আইরন করে ভাজ না ভাঙা পরিষ্কার জামা পরি,

তবুও পেলাম না, তবুও পেলাম না তোর দেখা,

তাই আজও আমি পথে পথে ঘুরি একা একা।



লতা,

জানিস,আমি আর সেই আগের মত নেই;

আগের মত পাঁচদিনের না কামানো দেবদাস মার্কা দাঁড়ি মুখে থাকি না,

সময়মত স্নান না করা যত্নহীন আর অপরিষ্কার উষ্কোখুষ্কো চুলে বাইরে বের হই না,

আউলা ঝাউলা না আঁচড়ানো লম্বা চুল মাথায় নিয়ে ঘুরি না;

এখন আমি পুরোপুরি বদলে গেছি,

একটা রাসায়নিক পরিবর্তন ঘটে গেছে আমার।

এখন আমি সময়মত যত্নকরে দাঁড়ি কামায়,

নিয়মিত মাথা পরিষ্কার করি,শ্যাম্পু করি,

তোর পছন্দ অনুযায়ী ছোট করে চুল ছাঁটায়।

পরিপাটি করে চুল আঁচড়িয়ে বাইরে যায়।

তবুও পেলাম না,তবুও পেলাম না তোর দেখা,

তাই আজও আমি রয়েগেছি একা।



লতা,

জানিস,এই ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে,

প্রতিটা রাস্তাতে ফুটপাতে আমি তোকে তন্ন তন্ন করে খুঁজেছি,

বিজ্ঞ শল্য চিকিৎসকের মত ময়নাতদন্তের ধারালো ছুরি চালিয়েছি আমি

এই নিষ্টুর হৃদয়হীন নির্মম ঢাকা শহরের বুকে,

তোকে অবিরাম খুঁজে ফিরেছি আমি এই মায়া-মমতাহীন,

সহানুভূতিহীন ইট-কাঠের জঙ্গলে;

তবুও পেলাম না,তবুও পেলাম না তোর দেখা,

তাই আজও আমি বেঁচে আছি একা একা।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: চমৎকার একটা কবিতা। আপনার লেখার হাতও বেশ ভালো।

লেখাটি খুব বেশী মানুষের নজরে পড়েনি। আশ্চার্য হলাম না। ব্লগে এটাই স্বাভাবিক হয়ে গেছে আজকাল। তবে আমার পরামর্শ, হতাশ হবেন না। ভালো ভালো লেখা দিন, অন্যের লেখা পড়ুন আর মন্তব্য করুন। গায়ে পরে উপদেশ দেবার জন্য কিছু মনে করবেন না। আমার ব্লগে মন্তব্য করছিলেন সেই সুত্রেই আপনার ব্লগে আমার আগমন। বুঝতে পারছেন নিশ্চয়। :)

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

বাংলার পাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার পরামর্শ, হতাশ হবেন না। ভালো ভালো লেখা দিন, অন্যের লেখা পড়ুন আর মন্তব্য করুন।-----------------আবার ও ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।

গায়ে পরে উপদেশ দেবার জন্য কিছু মনে করবেন না।----------আমি কিছু মনে করিনি। কারন আপনি তো উপদেশ দেননি। পরামর্শ দিয়েছেন। আর উপদেশ দিলেও কিছু মনে করতাম না। আপনার মত জনপ্রিয় কবি ও ব্লগারের পরামর্শ বা উপদেশ আমার জন্য উপকার করবে বলে আমি মনে করি।

লিখতে চেষ্টা করব যতটুকু আমি পারি।
আবারও ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো। ভালো থাকবেন।

২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৯

বাংলার পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন।

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: তবুও পেলাম না,তবুও পেলাম না তোর দেখা,
তাই আজও আমি বেঁচে আছি একা একা।


........লেগে থাকলে একদিন হয়তো বা সফল হবেন, লেখক কে শুভেচ্ছা।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১০

বাংলার পাই বলেছেন: তবে তাই হোক। লেগে থাকলাম ভাই।

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইলো।

ধন্যবাদ।

৪| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আবেগ শব্দ ফোটাচ্ছিল পোস্ট জুড়ে। ভালো লাগলো অনেক।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৭

বাংলার পাই বলেছেন: আবেগ শব্দ ফোটাচ্ছিল পোস্ট জুড়ে।------------------------হা হা হা হা হা

অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।

৫| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬

মোঃ ইসহাক খান বলেছেন: শুভেচ্ছা রেখে গেলাম।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৭

বাংলার পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।

৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭

মামুন ইসলাম বলেছেন: ভাল হয়েছে সুন্দর লেখনী

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৭

বাংলার পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।

৭| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৮

নুরএমডিচৌধূরী বলেছেন: জানিস,আমি এখন আর বুক বরে সিগারেটের ধোঁয়া পান করি না;
নিকোটিনের বিষে দূষিত করিনা আমার ফুসফুসকে

যদি এমন হতো প্রতিটি জীবণ
কতই না সুন্দর হতো পৃথিবীটা

কবি ?

যাদের জন্যে লিখছেন.
সেই তাদের জন্যেই আবার নিকোটিন,
সেই আবার সরাপ,এলকহল কত কি
ওরাই সব
আর আমরা পুতুল
আমরা শুধু চেষ্টা করি পারি না । আর ওরা দুটোই
চেষ্টাও করে পারেও ।
অনেক সুন্দর হয়েছে
আপনার জন্যে অনেক শুভ কামনা রইল

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

বাংলার পাই বলেছেন: যদি এমন হতো প্রতিটি জীবণ
কতই না সুন্দর হতো পৃথিবীট--------------------ঠিকই বলেছেন। এমন হলে আমাদের পৃথিবিটা সুন্দর হতো। কিন্তু তা সম্ভব বলে আমার মনে হয় না।


কবি ?-------------আমি এখনো কবি হয়েছি বলে আমার মনে হয় না।
আর আমরা পুতুল
আমরা শুধু চেষ্টা করি পারি না । আর ওরা দুটোই
চেষ্টাও করে পারেও ।--------------------আমরা পুতুল এ কথা আমি মানতে পারি না। আমাদের কিছু করার আছে বলে আমার মনে হয়। ইচ্ছে থাকলে আমরাও পারি। কিন্তু সে ইচ্ছেটা হতে হবে চরম।
আর ওরা যদি সবই পেরে থেকে তবে সেটা ওদের বড় একটা গুণ বলে আমাদের স্বীকার করতেই হবে। তাছাড়া ওরা চেষ্টা করে বলে ওরা পারে। আর আমরা চেষ্টা করেও পারি না সেটা আমাদের ব্যর্থতা বলে মেনে নিতে হবে।

অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। শুভ কামনা রইলো। ভালো থাকবেন।

৮| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭

আহসানের ব্লগ বলেছেন: আবার পড়ে গেলাম।
অসাধারণ।

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

বাংলার পাই বলেছেন: আপনি আগেও একবার পড়েছেন নাকি?

অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

স্বপ্নছোঁয়া বলেছেন: ভাল লাগলো, অগোছালো আউলা ঝাউলা আমার বন্ধুটির কথা মনে পড়ে গেলো। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

বাংলার পাই বলেছেন: ধন্যবাদ। আপনার বন্ধুর জন্য শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.