![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
কতদিন হয়ে গেল দেখি না তোমাকে
মনে হয় তুমিও দ্যাখোনি আমাকে।
অথচ একই পৃথিবীর একই আকাশের নিচে
একই শহরে আমাদের বাস।
একই সভ্যতার একই শহরের আলো বাতাশে
আমরা গ্রহণ করি শ্বাস।
প্রতিদিন একই সূর্য ওঠে আমাদের মাথার উপর-রাতে ওঠে চাঁদ
একই আকাশের তারাগুণে মোদের কেটে যায় রাত।
একই শহরের অলি গলি ছুটে চলি রোজ
একই শহরে বাস করেও কেউ কারো রাখি না খোঁজ।
একই চাঁদের জ্যোৎস্না মাখি একই রকম রাতে
বলো,হবে না কি দেখা তোমার আমার সাথে?
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২০
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। ভালো থাকবেন।
২| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২০
নুরএমডিচৌধূরী বলেছেন:
একই চাঁদের জ্যোৎস্না মাখি একই রকম রাতে
বলো,হবে না কি দেখা তোমার আমার সাথে
ভাই
দেখা ত হবেই
তবএ সাবধান
ওনেক পরতয়াশার দেখা
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪০
বাংলার পাই বলেছেন: দেখা ত হবেই-------------------আশা রাখি কোন একদিন দেখা হবে।
তবএ সাবধান
ওনেক পরতয়াশার দেখা-----------অনে রাখবো আপনার সতর্কতা।
ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন।ভালো থাকবেন।
৩| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫৮
পিয়ালী দও বলেছেন: খুব ভাল
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৬
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ।
৪| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩২
মামুন ইসলাম বলেছেন: একই শহরের অলি গলি ছুটে চলি রোজ
একই শহরে বাস করেও কেউ কারো রাখি না খোঁজ।
না না এতা মোটেও ঠিক না একই শহরে বাসকরে কেউ কার খোজ রাখবেন না এতা একটা কথা হলো হুম
তবে পোষ্টের জন্য ++++++++ দিতেই হয় ।
ধন্যবাদ ভাল থাকবেন
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৯
বাংলার পাই বলেছেন: না না এতা মোটেও ঠিক না একই শহরে বাসকরে কেউ কার খোজ রাখবেন না এতা একটা কথা হলো হু-------------------জানি, কিন্তু কি আর করা বলেন। এখন আমাদের এই নিষ্ঠুর শহরের নিয়ম কিন্তু এটাই হয়ে গেছে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। ভালো থাকবেন সবসময়।
৫| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪১
কাওসার রহমান পলাশ বলেছেন: অনেক ভালো হয়েছে ভাই ।
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
বাংলার পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। ভালো থাকবেন সবসময়।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভাল লাগল।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫
বাংলার পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। ভালো থাকবেন সবসময়।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ লাগলো।।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০০
বাংলার পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সবসময়।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬
সাজিদ উল হক আবির বলেছেন: চিরন্তন প্রেমিকের সহজিয়া কথোপকথন, অনেকখানি রবার্ট ব্রাউনিংএর কবিতার ড্রামাটিক মনোলগের মত।
সহকবি, কবিতার নামকরন নিয়ে আরও একটু ভাবতে পারেন। কবিতাখানা গদ্যছন্দে হলেও মন্দ হত না বোধ করি।
শুভকামনা রইল, লেখালেখির শুভ্র প্রয়াসে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০
বাংলার পাই বলেছেন: সহকবি, কবিতার নামকরন নিয়ে আরও একটু ভাবতে পারেন ----------------------মনে রাখব আপনার পরামর্শ।
কবিতাখানা গদ্যছন্দে হলেও মন্দ হত না বোধ করি। -----------------গদ্যেই লিখতে ছেয়েছিলাম। কিন্তু কেন জানি বেরিয়ে আসতে পারলাম না।
অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০১
বৃশ্চিক রাজ বলেছেন: +++++++