![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
পৃথিবীর সব দুয়ার যার বন্ধ হয়ে যায়
পিঠে যার দেয়াল ঠেকে যায়
তাকে আঘাত করতে হয়
তাকে রক্তে আগুন জ্বালাতে হয়
তাকে বিদ্রহো করতে হয়।
আর যে আঘাত করতে না পারে
তাকে বঞ্চিত হতে হয়
তাকে বঞ্চিত হতে হয় সমস্ত অধিকার থেকে
সমস্ত পাওনা থেকে
এমনকি ভালোবাসার অধিকার থেকেও
ভালোবাসা পাওয়ার অধিকার থেকেও তাকে বঞ্চিত হতে হয়।
যে রক্তে আগুন জ্বালাতে না পারে
তাকে লাঞ্ছিত হতে হয়
তাকে লাঞ্ছিত হতে হয় সময়ের প্রতিটি পদে পদে
জীবনের প্রতিটি পদক্ষেপে
তাকে লাঞ্ছিত হতে হয় আপন জনের কাছে
এমনকি ভালোবাসার মানুষের কাছে ও।
যে বিদ্রোহ করতে না পারে
তাকে অত্যাচারিত হতে হয়
তাকে অত্যাচারিত হতে হয় প্রতিটি কাজে, প্রতিটি কর্মে,
প্রতিটি দানবের কাছে, প্রতিটি মানবের কাছে,
এমনকি ভালোবাসার মানুষের কাছেও তাকে অত্যাচারিত হতে হয়।
পৃথিবীর সব দুয়ার যার বন্ধ হয়ে যায়
পিঠে যার দেয়াল ঠেকে যায়
তাকে নড়তে হয়
তাকে প্রতিবাদ করতে হয়
তাকে লড়াই করতে হয়
আর যে নড়তে পারে না
তাকে থেমে যেতে হয়
তাকে থেমে যেতে হয় সমস্ত কোলাহল কলোরব থেকে
সমস্ত হাসি উল্লাস আর আনন্দ থেকে
এমনকি ভালোবাসার আনন্দ থেকেও তাকে থেমে যেতে হয়।
যে প্রতিবাদ করতে না পারে
তাকে মুখ বুজে সহ্য করতে হয়
তাকে সহ্য করতে হয় সমস্ত অন্যায়-অত্যাচার--সমস্ত নিষ্টুর অবিচার,
এমনকি ভালোবাসা না পাওয়ার মত অন্যায় অবিচারও তাকে সহ্য করতে হয়।
যে লড়াই করতে পারে না
তাকে নিরবে মেনে নিতে হয়
তাকে মেনে নিতে হয় চাপিয়ে দেওয়া সমস্ত ভার-সমস্ত সিদ্ধান্ত,
এমনকি ভালো না বাসার মত নির্মম সিদ্ধান্তকেও মেনে নিতে হয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ আপু। আপনার মত কবির মন্তব্য পেলে নিজের উপর বিশ্বাসটা বেড়ে যায়।
শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সব সময়।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩২
আলম দীপ্র বলেছেন:
। +++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সব সময়।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সব সময়।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
আমি ময়ূরাক্ষী বলেছেন: লড়াই করাই জীবন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫
বাংলার পাই বলেছেন: লড়াই করাই জীবন।-----------সহমত।
ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সব সময়।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭
জুপিটার মুহাইমিন বলেছেন: ঠিকাতে, আপনার চাকরি ফাইনাল....।
সুন্দর হয়েছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সব সময়।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
নুরএমডিচৌধূরী বলেছেন:
দারুন লিখেছেন ভাই
১০০% তে ১০০%
অনেক অনেক
শুভ কামনা
৭| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫
নাসরিন চৌধুরী বলেছেন: হুম ঠিক বলেছেন। লেখাটির সাথে সহমত। ভাল থাকুন।