![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই ।।
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলাই আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় ভালবাসি
আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি ।।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় ।।
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর ।।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪১
বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।পরবর্তী পোষ্ট গুলোতে অবশ্যই চেষ্টা করব গীতিকার সুরকারের নাম দেওয়ার জন্য, সাথে থাকবেন।
২| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:১৬
কালনী নদী বলেছেন: আপনাকেও ধন্যবাদ, অবশ্যই পাশে আছি! আমি আবার গানের অনেক ভক্ত কি না।
২৯ শে মে, ২০১৬ রাত ১২:২৯
বাংলা গান শুনুন বলেছেন: আমি ভাই গান অনেক পছন্দ করি।আমার মত একজন পেয়ে ভাল লাগল।কেমন গান পছন্দ করেন,কিংবা প্রিয় শিল্পী কারা জানলে ভাল লাগত।
৩| ২৯ শে মে, ২০১৬ সকাল ১০:৫৩
ইকরাম উল হক বলেছেন: দারুন উদ্যোগ। কিন্তু আপনার অনেক কাজ। অনেক অনেক গানের লিরিক্স দিতে হবে। হেল্প লাগলে বলিয়েন। ভালো কাজে সাথে আছি সব সময় ।
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
বাংলা গান শুনুন বলেছেন: অবশ্যই বলব।চলার পথে আপনাদের সহযোগীতা পেলে আমার পথচলা সুগম হবে।সাথে থাকবেন।
৪| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
কালনী নদী বলেছেন: নিশ্চয়ই জানবেন ভাইয়া! আসলে এভাবে স্বল্পপরিসরে প্লে-লিস্ট বলাটা একটু দূরুহ কারন বর্তমানে আমি সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট একসেস নিচ্ছি।
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
বাংলা গান শুনুন বলেছেন: তা অবশ্য ঠিক বলেছেন, আমার প্লে্লিষ্ট টা ও বিশাল। কি পরিমান গান শোনা হয় তার হিসেব নেই।
৫| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
কালনী নদী বলেছেন: ইকরাম ভাইয়ার সাথে আমিও আপনার সাথেই আছি, প্রয়োজনে সাহায্য লাগলে বলবেন এক্ষেত্রে!
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
বাংলা গান শুনুন বলেছেন: আপনাদের সহযোগীতা আমার পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে,ধন্যবাদ।
৬| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:০৪
কালনী নদী বলেছেন: আপনাকে অনুসরণে রাখলাম, ভবিষ্যতে হারাবার ভয় নেই ।
২৯ শে মে, ২০১৬ রাত ৮:১৪
বাংলা গান শুনুন বলেছেন: কৃতার্থ
৭| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৩৩
কালনী নদী বলেছেন: you are always welcome! vaiya
২৯ শে মে, ২০১৬ রাত ৮:৫৪
বাংলা গান শুনুন বলেছেন: my pleasure
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৬ রাত ১০:০৩
কালনী নদী বলেছেন: আমার আরেকটি অনেক প্রিয় গান, লেখাটি সংগ্রহে নিলাম। আপনি সূরকার- গীতিকার এদের নাম সাথে দেবার চেস্টা করবেন। শুভ কামণা রইল অনেক।