![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বল কাকে?
আমার রাতজাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি
আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো দাও শান্ত শীতলপাটি
তুমি মায়ের মতই ভালো আমি একলাটি পথ হাঁটি
আমার বিচ্ছিরি এক তারা তুমি নাওনা কথা কানে
তোমার কিসের এত তাড়া রাস্তা পার হবে সাবধানে
তোমার গায়ে লাগেনা ধুলো আমার দু মুঠো চালচুলো
রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে
প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে
আমার রাতজাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী।
২৬ শে মে, ২০১৬ সকাল ১০:২৫
বাংলা গান শুনুন বলেছেন: সাথে থাকবেন,শুভ কামনা আপনার প্রতিও।
২| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:০১
কালনী নদী বলেছেন: আমার অনেক প্রিয় একটি গান। লেখাটি সংগ্রহে রাখলুম
২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৪
বাংলা গান শুনুন বলেছেন: আমার অসম্ভব ভালোলাগা একটি গান,এই গানটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৬ রাত ২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: শূভ ব্লগিং.............