![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেনা এই জলসা ঘরে
কত সুখের বৃষ্টি ঝরে
অামার এই মনের পরে
সুখ পাখিটা ডুকরে মরে
জলসা ঘরের মাতাল ঘ্রানে
খুঁজছি তোমায় গানে গানে
শুনতে কি পাও গানের মানে
কোথায় তুমি, অামি যাবো সেখানে
গাইছ একা প্রাণের সুরে
কষ্ট ছড়াক শহর জুড়ে
যেতে হবে অনেক দূরে
যেতে চাই হৃদয়পুরে
অামার এই মনের পরে
সুখ পাখিটা ডুকরে মরে
জলসা ঘরের মাতাল ঘ্রানে
খুঁজছি তোমায় গানে গানে
শুনতে কি পাও গানের মানে
কোথায় তুমি, অামি যাবো সেখানে
দূরে কোথাও বাঁজে বাঁশি
সুর মন্ত্রে ভেসে যাই অামি
কে বাঁজায় কাকে খুঁজি
কাকে অামি ভালোবাসি
অামার এই মনের পরে
সুখ পাখিটা ডুকরে মরে
জলসা ঘরের মাতাল ঘ্রানে
খুঁজছি তোমায় গানে গানে
শুনতে কি পাও গানের মানে
কোথায় তুমি, অামি যাবো সেখানে।
২৭ শে মে, ২০১৬ রাত ১০:২০
বাংলা গান শুনুন বলেছেন: কথাঃ মাহমুদ মানজুর
শিল্পীঃ পালাক মুচাল
কম্পোজারঃ অারফিন রুমি
ছবিঃ তারকাঁটা
২| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৯
কালনী নদী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪৩
বাংলা গান শুনুন বলেছেন: শুভ কামনা আপনার প্রতি।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৬ রাত ১০:০০
কালনী নদী বলেছেন: বাহ সুন্দর কথাগুলা, কার লেখা যদি বলতেন। +++++