![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে তাঁরা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু
তোমার সুখের কথা।
আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি
আর হৃদয়ের মাঝে
তোমায় কাছে আমি চেয়েছি
আজও হলোনা বলা
আমার না বলা কথা।
আমি অনেক ব্যাথা সয়ে
ছল ছল চোখের জ্বলে
তোমার চলে যাওয়া দেখেছি
আর রাতেরও আঁধারে
মনের দুঃখে আমি কেঁদেছি
আজও হলোনা বলা
আমার না বলা কথা।
৩০ শে মে, ২০১৬ রাত ১২:৩০
বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।সাথে থাকবেন।
২| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৮
কালনী নদী বলেছেন: সেই ছোটবেলা থেকে গানটি শোনে বড় হয়েছি!
সত্রিই যেন তা----
আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি
আর হৃদয়ের মাঝে
তোমায় কাছে আমি চেয়েছি
আজও হলোনা বলা
আমার না বলা কথা।
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৯
বাংলা গান শুনুন বলেছেন: কালজয়ী গানগুলো এমনই হয়,যুগের পর যুগ চলবে
৩| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৮
কালনী নদী বলেছেন: বব বার্লে বলে গিয়েছিলেন তার গান চলতে থাকবে!!!
৪| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৮
কালনী নদী বলেছেন: দু:খিত- বব মার্লে***
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ রাত ১০:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাপি ব্লগিং , নিরন্তর শুভকামনা । পুরনো ব্লগারদের অনুসরন করুন , নিশ্চই দিক নির্দেশ মিলবে ।