![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃষ্টি প্রদীপ জ্বেলে
খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো
মনে পড়ে যায় ।।
এ জীবনে তুমি ছাড়া
আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায় ।
কেটেছে বিনিদ্র রাত একা একা
বেদনার বালুচরে মেলেএক্ছি পাখা
তুমি হীনা এ জীবন ভাল লাগে না
এ মনের গভীরেতে ব্যথা দিও না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় ।।
কত পার্বণ আসে যায়, তুমি এলে না
মন দ্বীপ নিভে গেছে, আর জ্বলে না ।।
তুমি হারা এ ভূবনে কিছু চাই না
এ মনের বন্দরে ফিরে এসো না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় ।।
এ জীবনে তুমি ছাড়া
আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায় ।
৩১ শে মে, ২০১৬ দুপুর ১:২৯
বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ, আবার আসবেন আমার ব্লগ বাড়ীতে।
২| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১:৫৩
গেম চেঞ্জার বলেছেন: চমৎকার!!
৩১ শে মে, ২০১৬ রাত ৮:৪৪
বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৪
কালনী নদী বলেছেন: খোব বেশী সুন্দর!!!!!!১
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৭
বাংলা গান শুনুন বলেছেন: সাজেষ্ট করুন আপনার প্রিয় কোন গান
৪| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৭
কালনী নদী বলেছেন: কোন এক সুন্দরী রাতে,
তোমার চিঠির মত প্রেম-
জ্বোছনায় সাজিয়েছিলাম
আমি নির্ঘুম সেই রাত করেছি--- ভোর///// সামিনা চেীধুরীর গান হবে নিশ্চয়ই।
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:১৭
বাংলা গান শুনুন বলেছেন: +++++
৫| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৩
কালনী নদী বলেছেন: গানটি নিশ্চয়ই শোনে দেখেছেন, হুমম আপনার সাথে সঙ্গিত নিয়ে জম্পেস আড্ডা হবে!
০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
বাংলা গান শুনুন বলেছেন: চলুক.....
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৪০
কাক রূপ কবি বলেছেন: ভাল উদ্যোগ। বাংলা গানের লিরিক দিয়ে ভরিয়ে তুলুন আপনার ব্লগ। শুভকামনা রইল।