নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলা গান শুনতে ভালবাসি।

বাংলা গান শুনুন

বাংলা গান শুনুন › বিস্তারিত পোস্টঃ

তোমায় হৃদ মাজারে রাখব ছেড়ে দেবনা

০২ রা জুন, ২০১৬ দুপুর ২:২৩

ওরে ছেড়ে দিলে সোনার গৌর
খেপা ছেড়ে দিলে সোনার গৌর
আমার আর পাব না, আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দিব না (২)

ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
না না আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দিব না (২)

ভুবণ মোহন গড়া, কোন মণিজনার মনোহরা (২)
মণিজনার মনোহরা ... ... ...
ওরে রাধার প্রেমে মাতুয়ারা
চাঁদ গৌর আমার - রাধার প্রেমে মাতুয়ারা
ধূলায় যায় ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেব না
না না না যেতে চাইলে যেতে দেব না
না না যেতে দেব না
তোমায় হৃদয় মাঝে ... ... ...
তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না

যাব ব্রজের কূলে কূলে (২)
আমরা মাখবো পায়ে রাঙ্গা তুলি
মাখবো পায়ে রাঙ্গা তুলি
ওরে পাগল মন ... ... ...
যাব ব্রজের কূলে কূলে, মাখবো পায়ে রাঙ্গা তুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে (২)
চলে গেলে, চলে গেলে যেতে দেব না
না না যেতে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না

যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কি গো তার ব্রজের কূলে
যে ডাকে চাঁদ গৌর বলে
ভয় কি গো তার ব্রজের কূলে
ভয় কি তার ব্রজের কূলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদে বলে (২)
চরণ ছেড়ে দেব না
না না ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে ... ... ...
তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না

ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
না না আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে ... ... ...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৬ দুপুর ২:৪০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: এই ধরনের গানগুলো আমার খুব পছন্দের। কি অসাধারন সব কথা!

০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:১৪

বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন। সাথে দু একটা পছন্দের গানের কথা বলুন,চেষ্টা করব পরবর্তী পোষ্টে আপনাদের পছন্দের গানের লিরিক্স উপস্থাপন করার জন্য।

২| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৩:৫৭

জাহিদ ৭৭৭ বলেছেন: খুবই সুন্দর গান।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৯

বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন।

৩| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগার একটি গান।
ধন্যবাদ শেয়ারের জন্য।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:২০

বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন।আবার দেখা হবে সুন্দর এবং ভাল লাগারমত গানের লিরিক্স নিয়ে।

৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৩

কালনী নদী বলেছেন: শিল্পী ও সুরকারের নাম বাদ পড়েছে! ব্যাপারটা খেয়াল করবেন ভাই।
অসংখ্য ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৪

বাংলা গান শুনুন বলেছেন: ভুল শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ, সব সময় এভাবেই সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.