নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলা গান শুনতে ভালবাসি।

বাংলা গান শুনুন

বাংলা গান শুনুন › বিস্তারিত পোস্টঃ

এই মুখরিত জীবনের চলার বাঁকে -সোলস

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৪

এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।

ঝিনুক শামুকে ভরা বালুচরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।

ওরে ছুটে চল সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।

রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি।

ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০০

হাসান রাজু বলেছেন: "ঝিনুক শামুকে ভরা বালুচরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।"
- আমার খুব প্রিয় এক্তা পংতি । এই কয়টা লাইন শুনে উদাস হয়ে যাই ।

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

বাংলা গান শুনুন বলেছেন: কিছু কিছু গানের কিছু পংক্তি মাঝেমাঝে জীবনের অর্থ কে বদলে দেয়।

২| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৯

কালনী নদী বলেছেন: সোলসের প্রথম এলবামের গান এইটা! এই এলবামের সবকটি গান সুন্দর। বিশেষ করে প্রচলিত কিছু গানের কভার করা হয়েছে অসাধারণ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫১

বাংলা গান শুনুন বলেছেন: পার্থদার সবগুলো গানই সুন্দর।আবার দেখা হবে প্রিয় গানের লিরিক্স নিয়ে।

৩| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৩

কালনী নদী বলেছেন: পুরাতন আমেজ ফিরে আসছে যেন!!

০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:১৩

বাংলা গান শুনুন বলেছেন: ঠিক তাই

৪| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫০

কালনী নদী বলেছেন: আশ্চর্য হলেও আপনার বাংলা গানের প্লে লিস্টের সাথে আমার প্রিয় গানের অনেক মিল আছে!

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১১

বাংলা গান শুনুন বলেছেন: হা হা হা... শুনে ভালো লাগল,সবে তো শুরু, দেখি সামনে কতটুকু মিলে।

৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:৫০

কালনী নদী বলেছেন: যেহেতু পথটা আপনি বেঁচে নিয়েছেন, তাই লেগে থাকেন প্রাপ্তি হবে নে নিরন্জন :)

০৬ ই জুন, ২০১৬ রাত ৯:১১

বাংলা গান শুনুন বলেছেন: :D +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.