![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম
ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে, দেখে
সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন
হাজার কবিতা বেকার সবই তা
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
রক থাকতো ভরে কিছু বখাটে ছোঁড়ায়
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময়
তখন উদাস মন ভোলে মনরঞ্জন
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা
ও মনের গভীরতা জানতে চায়
যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দু’চোখ মেলে
হাজার কবিতা বেকার সবই তা
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
অংকের খাতা ভরা থাকতো আঁকায়
তার ছবি তার নাম পাতায় পাতায়
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনে আশায়
রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাঁড়ায়
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিলো মগণ এ প্রানপণ
হাজার কবিতা বেকার সবই তা
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৮
বাংলা গান শুনুন বলেছেন: সে প্রথম... প্রেম আমার নীলাঞ্জনা....
২| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৩
কালনী নদী বলেছেন: হাজার কবিতা বেকার সবই তা!!!!!!!!!!!!!!!
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:১২
বাংলা গান শুনুন বলেছেন: যেন আমার জীবনের কথা বলেছে
৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৮
কালনী নদী বলেছেন: রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাঁড়ায়
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিলো মগণ এ প্রানপণ (লোকানোপম) হবে মনে হয়!
এই গান শোনে শোনে . . . . থাক। হারিয়ে যাক বস্তির ছেলে !!!
০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
বাংলা গান শুনুন বলেছেন: হা হা হা...... ধাঁধাঁর মধ্যে ফেলে দিলেন,আরো কয়েকবার শুনেও ঠিক কোনটা হবে বুঝতে পারছিনা।
৪| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৯
কালনী নদী বলেছেন: আপনি কি গান শোনে শোনে লিরিকগুলা লিখছেন ভাই???
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৭
বাংলা গান শুনুন বলেছেন: প্রথমে লিরিক সংগ্রহ করি,তারপর গান শুনে শুনে এডিট বা সংশোধন করি।তাছাড়া বহু গান মুখস্থ, সেগুলো মনে পড়লেই লিখে ফেলি।
৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:৪৮
কালনী নদী বলেছেন: খুব ভালো ভাইয়া। আপনি বাংলা গানের সংস্কৃতি সবার কাচে তুলে দরছেন সাথে সাথে সেগুলা সংরক্ষণও হচ্ছে যদিও এখনো অনেক পথ বাকি আছে।
৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:০৪
বাংলা গান শুনুন বলেছেন: চেষ্টা করে যাচ্ছি,আপনারা সাথে থাকলে অবশ্যই সফল হব।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৭
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনের নচীদার সবচেয়ে প্রিয় গান এইটা। আহা নীলান্জনা---- প্রেমিকের কল্পণা।