![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই।।
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়,
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই।।
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
অনেক আজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়,
রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে নাগরিক
জানালা হাসিমুখে একাকার।
আনন্দ উৎসব চেনাচেনা সবখানে,
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই…
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৫
বাংলা গান শুনুন বলেছেন: +++++
২| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:১২
কালনী নদী বলেছেন: আমার আরেকটি প্রিয় গান!!
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৬
বাংলা গান শুনুন বলেছেন: সত্যিই ভালো লাগার মত গান
৩| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৩
কালনী নদী বলেছেন: i wud like to dedicate dis song as ya requested mine one for today!!! Enjoy
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৪
বাংলা গান শুনুন বলেছেন: কোন এক সুন্দরী রাতে
রঙ্গিন খামে লেখা তোমার চিঠির মত চাঁদ
জোছনায় সাজিয়ে ছিল আমার প্রহর
আমি নিঃঘুম সেই রাত হয়েছিল ভোর।।
জোনাকীরা দূর বনে আলো আধারেতে
বিষন্ন আলো জ্বেলে জেগেছিল সাথে।
তুমি ছিলে না সেই দুঃখ যেন
দিয়ে গেছে আজানা দূরের খবর
নিঃঘুম সেই রাত হয়েছিল ভোর
ঘর ছাড়া মন যেন ময়ূরী পাখায়
নিঃসঙ্গ ভেসে চলে দূর অজানায়।
তুমি এলে না তাই ***
নিয়ে গেছে সাজানো সুখের ***।।
৪| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৬
কালনী নদী বলেছেন: জোনাকীরা দূর বনে আলো আধারেতে
বিষন্ন আলো জ্বেলে জেগেছিল সাথে।
তুমি ছিলে না সেই দুঃখ যেন
দিয়ে গেছে আজানা দূরের খবর
নিঃঘুম সেই রাত হয়েছিল ভোরজোনাকীরা দূর বনে আলো আধারেতে
বিষন্ন আলো জ্বেলে জেগেছিল সাথে।
তুমি ছিলে না সেই দুঃখ যেন
দিয়ে গেছে আজানা দূরের খবর
নিঃঘুম সেই রাত হয়েছিল ভোর
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:০৯
বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ সুন্দর একটা গানের সন্ধান দেওয়ার জন্য
৫| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৮
কালনী নদী বলেছেন:
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
অনেক আজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়,
রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে নাগরিক
জানালা হাসিমুখে একাকার।
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:১০
বাংলা গান শুনুন বলেছেন: হাসিমুখ হাসিমুখ......
৬| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৬
কালনী নদী বলেছেন: জ্বি ভাই হাসিমুখ!
০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
বাংলা গান শুনুন বলেছেন: keep smiling
৭| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:৫৪
কালনী নদী বলেছেন: ঈদানিং শুধু একা একা হাসি! অবশ্য প্রামানিক দা বলেছেন একা হাসলে সমস্যা না। তাই আরো বেশী হাসছি।
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:০০
বাংলা গান শুনুন বলেছেন: স্বর্গে হাসা নিষেধ হলে আমি স্বর্গে যেতেও রাজি নাহ।
৮| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:২৩
কালনী নদী বলেছেন: অবশ্যই আপনি সবসময় হাসেন ভাইয়া।
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪২
বাংলা গান শুনুন বলেছেন: আমি সব সবসময় হাসি,শত কষ্টের মাঝেও হাসি।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৯
কালনী নদী বলেছেন: অনেক সুন্দর শিল্পী!!