নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলা গান শুনতে ভালবাসি।

বাংলা গান শুনুন

বাংলা গান শুনুন › বিস্তারিত পোস্টঃ

ফেরারী এই মনটা আমার- আইয়ুব বাচ্চু

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আসি বারেবার

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আসি বারেবার

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৪৩

কালনী নদী বলেছেন: যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আসি বারেবার


ফেরারি মন!!! হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৫

বাংলা গান শুনুন বলেছেন: গানটা আমাকে উদাস করে দেয়

২| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:০৮

কালনী নদী বলেছেন: একটি চাবি মাইরা দিলা ছাইড়া
জনম ভরে চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্রী বানাইয়াছে
থাকের (মাটির) একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর
ওরে রং বেরং এর বার্নিশ করা দেখতে ঘড়ি কি সোন্দর
ঘড়ির তিন পাটে তে গড়ন সারা
এই বয়লারের মেশিনের গড়া
তিনশো ষাটটি স্ক্রুপ মারা, ষোলজন পাহারা আছে
ঘড়ি হাইস্পিডিং ফ্যাপসা পেচিং লিভার হইলো কলিজায়
ছয়টি বলে আজব কলে দিবানিশি প্রেম খেলায়
ঘড়ির তিন কাঁটা বারো জুয়েলে, মিনিট কাঁটা হইল দিলে
ঘন্টার কাটা হয় আক্কেলে, মনটারে সেকেন্টে দিসে
ঘড়ির কেসটা বত্রিশ চাকের, কলে কব্জা বেসুমার
দুইশ ছয়টা হাড়ের জোড়া বাহাত্তর হাজার তার
ও মন, দেহঘড়ি চৌদ্দতলা, তার ভিতরে দশটি নালা,
একটা বন্ধ নয়টা খোলা গোপনে এক তালা আছে।
দেখতে যদি হয় বাসনা চলে যাও ঘড়ির কাছে
যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভেতর লুকাইছে
পর্দারও সত্তুর হাজারে
তার ভিতলে লড়ে চড়ে
জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে;
ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন,
ওরে আমার মনবোকা;
বাউল রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা
আমি যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
ঘড়ির জুয়েল বদলাইবো
কেমন যাই মিস্ত্রীর কাছে?
মন আমার দেহঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্রী বানাইছে


মন আমার দেহ ঘড়ি সন্ধান করি(আবদুর রহমান বয়াতি)

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৪

বাংলা গান শুনুন বলেছেন: গানটা আমার সংগ্রহে আছে,আপনি শুনলে অবাক হবেন এই গানটা আট জন শিল্পীর কন্ঠে আছে।

৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:০৯

কালনী নদী বলেছেন: Click This Link

৪| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৫

কালনী নদী বলেছেন: আপনাকে উদাস করে দেয় আর আমাকে ফেরারি!!!
আট জন শিল্পীর কন্ঠে গাওয়া হয়েছে !!!! আপনি যদি গানটা শেয়ার করতেন।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:১২

বাংলা গান শুনুন বলেছেন: আট জন শিল্পী বলতে একসাথে নাহ,সবাই ভিন্ন ভিন্ন,গুগোল খোঁজ দিলে সহজেই পাবেন।

৫| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৫৭

কালনী নদী বলেছেন: ওকে, ব্রো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.