![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।
দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে
সে তো অশ্রু মুছেনা আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে
শুধু শূণ্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।
দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূণ্য হৃদয়ে তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার
খোকা আসবে,ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:২১
বাংলা গান শুনুন বলেছেন: দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলোনা আর........ এই লাইন টা খুব লাগে,বুকের বাম পাশে চিন চিন করে উঠে আমার।
২| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১
কালনী নদী বলেছেন: এরকটি অসাধারণ গানের কলি!
১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৬
বাংলা গান শুনুন বলেছেন: সত্যিই অসাধারণ
৩| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৩
প্রথমকথা বলেছেন: দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূণ্য হৃদয়ে তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার
খোকা আসবে,ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।
খুব সুন্দর করে কষ্টকে উপস্থাপন করলে।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৬
বাংলা গান শুনুন বলেছেন: আনমনে চোখে জল চলে আসে আমার।
৪| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৫০
প্রণব দেবনাথ বলেছেন: অসাধারন একটা গান,আমার আজিবন মনে থাকবে.।.।
১০ ই জুন, ২০১৬ রাত ১১:৩৬
বাংলা গান শুনুন বলেছেন: সাথে থাকুন,আবার দেখা হবে আপনাদের পছন্দের গানে।
৫| ১০ ই জুন, ২০১৬ রাত ১১:৩৪
বিপরীত বাক বলেছেন: আজো শূণ্য হৃদয়ে তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার
১০ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭
বাংলা গান শুনুন বলেছেন: গানটা শুনার সময় সত্যিই হৃদয় দুমড়ে মুছড়ে যায়।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯
কালনী নদী বলেছেন: দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূণ্য হৃদয়ে তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার
খোকা আসবে,ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।