![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ বালিকা ও মেঘ বালিকা
কত স্বপ্ন কথা ছিলো তোমার সাথে
অথচ ক্লান্তিহীন পথ চলা থামেনা
বেড়ে চলে জীবনের নীরবতা ।
মেঘ বালিকা ও মেঘ বালিকা ।।
অস্থির জনপদ, হেটে চলা অজানায়
মুখোশে মুখোশে সব মুখগুলো অচেনা
অস্থির জনপদ,হেটে চলা অজানায়
মুখোশে মুখোশে সব মুখগুলো অচেনা।
সীমানা পেরোনো পা,খুঁজে ফিরে সীমানা
জীবন কুঁড়িয়ে নেয় ঝিনুক ব্যাথা ।
মেঘ বালিকা ও মেঘ বালিকা ।।
শোনো মেয়ে জলকনা,একটু ফিরে চাও
একাকী এই দাহ পথ অপলক দেখে নাও
শোনো মেঘ জলকনা,একটু ফিরে চাও
একাকী এই দাহ পথ অপলক দেখে নাও
প্রহরে প্রহরে কাঁদে মানবিক প্রান এই
দাহ কালে বৃষ্টির গল্প শোনাও ।
মেঘ বালিকা ও মেঘ বালিকা
কত স্বপ্ন কথা ছিলো তোমার সাথে
অথচ ক্লান্তিহীন পথ চলা থামেনা
বেড়ে চলে জীবনের নীরবতা
মেঘ বালিকা ও মেঘ বালিকা।।
১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:১৭
বাংলা গান শুনুন বলেছেন: প্রত্যাশা আমারো তাই।
২| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটি কি গান?
১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৫১
বাংলা গান শুনুন বলেছেন: দুঃখিত আমি,ঠিক ক্যাটাগরি টা আমার মনে পড়ছেনা।
৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ১২:০৭
কালনী নদী বলেছেন: অস্থির জনপদ, হেটে চলা অজানায়
মুখোশে মুখোশে সব মুখগুলো অচেনা
অস্থির জনপদ,হেটে চলা অজানায়
মুখোশে মুখোশে সব মুখগুলো অচেনা।
সীমানা পেরোনো পা,খুঁজে ফিরে সীমানা
জীবন কুঁড়িয়ে নেয় ঝিনুক ব্যাথা ।
মেঘ বালিকা ও মেঘ বালিকা । +++++++
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
মেঘবালিকা ফিরে আসুক