![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না
তুমি না থাকলে মন কষাকষি, করে হাসাহাসি নাক ঘষাঘষি
রাপা রাপপাপপা রাম পাম পা.........
তুমি না থাকলে চাঁদটার গায়ে পড়ে যেত মরচে
তুমি না থাকলে কিপটে লোকটা হতো না যে খরচে
তুমি না থাকলে স্বপ্নের রং হয়ে যেত খয়েরী
বনবন করে দুনিয়াটা এই পারতো না ঘুরতে
তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালির দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত
রাপা রাপপাপপা রাম পাম পা.....
তুমি না থাকলে সুমন কেলেঙ্কারী করতো কত
গীটার ফেলে গুয়েতেমালায় নামটা শেখাতে হতো
পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলের সাথে
তুমি না থাকলে এইভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো
তুমি না থাকলে তাজমহলটা বানানোই হতো না
লাঠালাঠি এই কাটাকাটি কিছু থামানোই যেত না
তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেত গম্ভীর
তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না
তুমি না থাকলে রোমিও কবে
হোমিওপ্যাথির দোকান খুলে জমিয়ে দিতো
রাপা রাপপাপপা রাম পাম পা.....
১৮ ই জুন, ২০১৬ রাত ১০:৪৭
বাংলা গান শুনুন বলেছেন: আবার আসবেন আমার ব্লগ বাড়ীতে,ভাল লাগবে তখনো।
২| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:১৫
কালনী নদী বলেছেন: আপনার কাছে যে আসতেই হবে, শিল্পীর জাদুকর!!!
লেখাতে অনিমেষ ভালোলাগা জানবেন। এই গানটাওতো আমার অনেক প্রিয়!!!
১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৩৬
বাংলা গান শুনুন বলেছেন: গানটা যতই শুনি যেন মন ভরে না,ভাল থাকা হয় যেনো।
৩| ২০ শে জুন, ২০১৬ রাত ১:০৪
কালনী নদী বলেছেন: আসেন বব মার্লে শুনি।
২০ শে জুন, ২০১৬ সকাল ১১:০০
বাংলা গান শুনুন বলেছেন: দেখা হবে বন্ধু........ কারনে আর অকারনে..... একদিন দেখা হয়ে যাবে,তখন বসে শুনব একসাথে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৬ রাত ১০:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর গাভাল লাগা গান ধন্যবাদ