![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কপালে তোমার তিলক আঁকা
ক্রুশ আমার বুকে
গেরুয়া চাদরে জড়ানো আমি
রাসুল তোমার চোখে
কুরআন গীতার পাতায় পাতায়
ত্রিপিটকে বাইবেলে
সৌহার্দের জয়গান ছেড়ে
ঘৃণাই বেছে নিলে।
আমি হিন্দু তুমি মুসলিম
একই মা'এর পেটের ভাই
আজ মা'এর চোখের অশ্রু মোছাতে
খুনিদের ফাঁসি চাই।
আমি নাস্তিক তুমি ধার্মিক
একই মা'এর পেটের ভাই
আজ লাল-সবুজের পতাকা তলে
খুনিদের ফাঁসি চাই।।
যে রক্ত তোমার শরীরে
সেই রক্তে আমি লাল
বঞ্চনার ওই একই দাবানলে
পুড়েছি এতকাল
আমার ঈশ্বর আমার আল্লাহ
আমারই ভগবান
কাঁধে কাঁধ রেখে একই সুরে গাই
বাংলার জয়গান।
আমি বৌদ্ধ তুমি খ্রিস্টান
একই মা'এর পেটের ভাই
রক্তের ঋণ শোধের তাগিদে
খুনিদের ফাঁসি চাই।
আমি নাস্তিক তুমি ধার্মিক
একই মা'এর পেটের ভাই
আজ লাল-সবুজের পতাকা তলে
খুনিদের ফাঁসি চাই।।
©somewhere in net ltd.