![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও ডাক্তার, ও ডাক্তার...
ও ডাক্তার, ও ডাক্তার...
তুমি কতশত পাস করে
এসেছ বিলেত ঘুরে
মানুষের যন্ত্রণা ভোলাতে
ও ডাক্তার, ও ডাক্তার...
তোমার এম.বি.বি.এস না না এফ.আর.সি
বোধহয় এ টু জেড ডিগ্রী ঝোলাতে
ও ডাক্তার, ও ডাক্তার...
ডাক্তার মানে সে তো মানুষ নয়
আমাদের চোখে সে তো ভগবান
কসাই আর ডাক্তার একইতো নয়
কিন্তু দুটোই আজ প্রফেশান
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
তোমার আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার, ও ডাক্তার...
ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট
ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন
একশত টাকা যদি ক্লিনিকের বিল হয়
অর্ধেক দালালী তিনিই নেবেন
রোগীরা তো রোগী নয় খদ্দের এখন
খদ্দের পাঠালেই কমিশান
ক্লিনিক আর ডাক্তার কী টুপি পড়াচ্ছে
বুঝছেনা গর্দভ জনগন
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
ওদের আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার, ও ডাক্তার...
নিজেদের ডাক্তার বল কেন?
তার চেয়ে বল নাকো ব্ল্যাকমেলার
রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে
করো সুযোগের সদ্ব্যবহার
সরকারি হাসপাতালের পরিবেশ
আসলে তো তোমরাই করছো শেষ
হাসপাতাল না থাকলেই জনগন
নার্সিং হোমে যাবে অবশেষ
সেখানে জবাই হবে উপরি কামাই হবে
মানুষের সেবার কী দরকার!
ও ডাক্তার, ও ডাক্তার...
বাঁচানোর ক্ষমতাতো তোমারই হাতে
তুমি যদি মারো তবে কোথা যাই
অসহায় মানুষের তুমিই তো সবকিছু
করজোড়ে নিবেদন করছি তাই
তোমার গৃহিনী যে গয়না পড়েন
দেখেছ কী তাতে কত রক্ত
তোমার ছেলের চোখে দেখেছ কী
কত ঘৃণা জমা অব্যক্ত
তোমারও অসুখ হবে, তোমারই দেখানো পথে
যদি তোমাকেই দ্যাখে কোন ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার...
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৪
বাংলা গান শুনুন বলেছেন: ঠিক তাই।নচিকেতার জীবনমুখী সব গানই সুন্দর।
২| ২৭ শে জুন, ২০১৬ রাত ১:৪৩
কালনী নদী বলেছেন: তোমারও অসুখ হবে, তোমারই দেখানো পথে
যদি তোমাকেই দ্যাখে কোন ডাক্তার ......
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৬
বাংলা গান শুনুন বলেছেন: ও ডাক্তার....
৩| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৫১
যাযাবর রাজা রিটার্নস বলেছেন: ক্লিনিক আর ডাক্তার কী টুপি পড়াচ্ছে
বুঝছেনা গর্দভ জনগন
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৯
বাংলা গান শুনুন বলেছেন: জনগণ সব সময় এমনই
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:৩২
শরতের ছবি বলেছেন: গানটি শুনেছি । তারা গান অধিকাংশ -ই সমাজের অসংগতি গুলি দেখিয়ে দেয় । অবশ্য ই তা বাস্তব এবং সত্য -যেমন আরেকটি বিখ্যাত গান -বৃদ্ধাশ্রম ।