নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলা গান শুনতে ভালবাসি।

বাংলা গান শুনুন

বাংলা গান শুনুন › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধাশ্রম - নচিকেতা

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৮

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচে কমদামী ছিলাম একমাত্র আমি

ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
সেসব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায় না
ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিল কাকে খেল পোষা বুড়ো ময়না,

স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম…
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।

নিজের হাতে ভাত খেতে পারতো না খোকা
বলতাম আমি না থাকলে কি করবি বোকা
ঠোট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে
খোকা বোধহয় আর কাঁদেনা নেই বুঝি আর মনে,
ছোট্র বেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে

দুহাত আজো খোঁজে ভুলে যায়যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।

খোকারও হয়েছে ছেলে দুবছর হল
আরতো মাত্র বছর পচিশ ঠাকুর মুখ তোল
একশ বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পচিশ বছর পরে খোকার হবে উনষাট

আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি
খোকা আমি দুজনেতে থাকব পাশাপাশি

সেই দিনটার স্বপ্ন দেখি ভীষন রকম
মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৩

কালনী নদী বলেছেন: যারা পিতামাথাকে বৃদ্ধা্শ্রমে দেয় তাদের জেল হোক।


অনেকদিন পর ভাই। ঈদ মোবারক জানবেন।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৯

বাংলা গান শুনুন বলেছেন: না ভাই জেলে দেওয়া লাগবেনা, যারা বাবা মা কে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা নিজেদের ভবিষ্যতের জন্য যে বীজ বপন করল,এক সময় তাদের সন্তানরাও তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে।

খেটে খাওয়া মানুষের কাছে কর্মই তাদের ঈশ্বর।আমাদের মত নিন্মমধ্যবিত্ত দের কর্মই সব, পরিবারের সবার ঈদের আনুষাঙ্গিক যোগান দিতে উপার্জনে বাড়তি সময় দিতে হয়েছে।তাই ইচ্ছে থাকলেও বল্গে আসতে পারি নাই,খুব মিস করেছি আপনাদের।
ঈদি শুভেচ্ছা।

২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৭

ঢাকাবাসী বলেছেন: যারা বাবা মাকে আশ্রমে পাঠায় তাদের কুষ্ঠরোগ হোক।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৭

বাংলা গান শুনুন বলেছেন: ভাই আমি মনে করি পৃথিবীতে শাপ-অভিশাপ বলে কিছুই নেই,যা আছে তা হলো কর্মের ফলাফল।আমি মনে করি সবচেয়ে ভাল উপায় হলো সচেতনতা সৃষ্টি করা,তাদেরকে বুঝাতে হবে,তারা ঘোরে আছে,তাদেরকে জাগাতে হবে।

৩| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:১১

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: এমন সন্তানের পৃথিবীতে কোন দরকার নেই।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৪

বাংলা গান শুনুন বলেছেন: আমি আপনার সাথে সহমত ভাই,এমন সন্তান দরকার নাই,এমন সন্তান আল্লাহ শত্রুকেও না দিক।আর বৃদ্ধাশ্রমে থাকা ওই বাবা মা কি বলবে জানেন? বলবে- আল্লাহ আমার সন্তানদের তুমি সুখে শান্তিতে রাখো,এরাই হলো বাবা মা।শুধু আমরাই বাবা মা কে বুঝলাম না।

৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২

আবুল হায়াত রকি বলেছেন: আপনিত বাংলা গানের ভান্ডার ভাই।

যারা বাবা, মা-কে বৃদ্ধাশ্রম দেয় হেতেগ উপরে ঠাডা ফরুক।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪১

বাংলা গান শুনুন বলেছেন: ভাই এই বাংলা গান না হলে বহু আগেই মইরা যাইতাম।

যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের প্রথমে বুঝান,না বুঝলে কানের নিচে ঠাঠাইয়া দুইড়া নগদ লাগাইয়া দিন,কারণ আপনার অভিশাপের ঠাডা বাকী, তাই নগদ দিয়া দিন।

৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৯

বাংলা গান শুনুন বলেছেন: মা দিবস আর বাবা দিবসে মাকে আর বাবাকে ভালবাসি বলে যে পরিমান স্ট্যাটাস এর ঝড় উঠে,প্রকৃত অর্থে বাবা মাকে যদি তার শত ভাগের এক ভাগও ভালবাসা হয় তাহলে পৃথিবীতে একটি বৃদ্ধাশ্রমও থাকবেনা আমি নিশ্চিত।

৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক অনেক ভালোলাগা একটা গান। বহুদিন কেঁদেছি গানটা শুনে। মা-বাবার প্রতি ভালোবাসা থাকুক ৩৬৬ দিনই, সুর্নিদিষ্ট কোন দিন-ক্ষণ ঠিক করে ভালোবাসা দেখানোর কোন মানে খুঁজে পাইনি কখনো।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

বাংলা গান শুনুন বলেছেন: মা-বাবার প্রতি ভালোবাসা থাকুক ৩৬৬ দিনই, সুর্নিদিষ্ট কোন দিন-ক্ষণ ঠিক করে ভালোবাসা দেখানোর কোন মানে খুঁজে পাইনি কখনো।অসাধারণ বলেছে+++++++


সাথে থাকুন,আবার দেখা হবে ভালো লাগা কোন গানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.