নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলা গান শুনতে ভালবাসি।

বাংলা গান শুনুন

বাংলা গান শুনুন › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র - মাকসুদ

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১১

গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র মানে স্বৈরাতন্ত্রে দে মুখে আগুন,
গণতন্ত্র মানে জনগণের আস্থাকে বিকিয়ে কিনুন।
তাই গণতন্ত্র মানে মিছিল মুখে মিছে স্লোগানের ভাষা,
আর জয় বাংলা ধর্ষণ দেখে মাজাদুলিয়ে নাচা, নাচা, নাচা, নাচা।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গনতন্ত্র মানে কিছু বোকাদেরমিছে শহীদ হওয়া,
আজ কাকের হাগায় তাদের স্মৃতিসৌধ ছাওয়া।
চুরি করা ফুল নিয়ে যাই সেখানে আমরা বছরে একদিন,
আর বাজিয়ে বগল বলি, “দেখ শালা মোরা সব হয়েছি স্বাধীন”।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গনতন্ত্র মানে বিশ্বব্যাংক চালায় ভাগ্যের চাকা,
হায়রে বিধাতা দেয়নি ভিখারীজাতিকে বাছাইয়ের কোনো ক্ষমতা।
তাই ঋণখেলাপি আর চোর বাটপাড়িতে ছেয়ে যাওয়া দেশ,
আর পাছার পাচরা চুলকিয়ে বলা “এই তো আছি বেশ”।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র মানে সন্ত্রাসী প্রকাশ্যে গুলি চালায়,
আর পাশে দাড়ানো পুলিশ আনন্দে দেখি নাকে আঙ্গুল চালায়।
তাই গণতন্ত্র মানে সাংবিধানিক এক মাস্তানতন্ত্র,
আর গায়ের জোরে আর পেশির জোরে চলে জীবিকার মন্ত্র।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র মানে মুক্ত বাজারের তপ্ত আগুন,
আর শেয়ার বাজার লুটেরা কোটিপতি বেড়েছে কত শতগুন।
তাই গণতন্ত্র মানে মধ্যবিত্তের হয়ে যাওয়া অন্ধ,
আর ধনী হওয়ার স্বপ্ন দেখা আজ আপাতত বন্ধ।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র মানে বিশ্ব বেহায়া মুক্ত বাতাসে কবিতালেখে,
আর দেশপ্রেমী জনতা নব্বইয়েরইতিহাস ভুলেই গেছে।
তাই গণতন্ত্র মানে পুরোনো বোতলে ঢালো নতুন সুধা,
আরে নির্বীর্য পুরনো পাপীদের ক্ষমতার নতুন ক্ষুধা।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র মানে দেশপ্রেমী আরে দেশদ্রোহীদের এক মহামিলন,
আর আমাদের ভোটে পাস সাংসদের অশ্লীল আচরণ।
তাই গণতন্ত্র মানে জাতীয় সংসদে জাতীয় কুস্তির প্রদর্শনী,
সরাসরি সম্প্রচার অসুস্থ চিন্তার দেখুক সবাই তার নিদর্শনী।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র মানে জাতীয় আপা আর জাতীয় ম্যাডামের চুলাচুলি শেষ নাই,
আর জাতির জনক আর জাতির ঘোষক নিয়ে চলছে দিন রাত লড়াই লড়াই।
তাই গণতন্ত্র মানে গ্রহনযোগ্য কোনো ইতিহাসের বই নাই,
তাই কে রাজাকার কে মুক্তিযোদ্ধা নিশ্চিত করা কঠিন উপায়।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র মানে জাতীয় কপালেআছে শুধুই দুঃখ,
আরে দেশ জুড়ে চাপাবাজি চালিয়ে যাচ্ছে কত গন্ডমুর্খ।
তাই গণতন্ত্র মানে স্বদেশী আকাশে উড়ে বিদেশী শকুন,
তাই গণতন্ত্র মানে সবকিছু বিকিয়ে গোলাম কিনুন।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র, গণতন্ত্র।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.