![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আবার এসো
তুমি আবার এসো দৃষ্টিনন্দন
বৃষ্টি বিলাশ বাটিতে
আবার এসো নুহাশ পল্লীর
ঝিল্লিমুখর মাটিতে...২
কে আর মনা ডাকাতের চোখ তুলবে
খেজুরের কাটা দিয়ে
সারাদেশে কবে মিছিল হবে
বাকের ভাইকে নিয়ে....২
জিন্দা কবর খোয়াব নগর
চৈত্র দিনের গানে
সুখি নীলগঞ্জ বড় অসুখী
তাকিয়ে দগ্ধ প্রানে
চন্দ্রকথা আজো উজ্জল
স্বর্ন খাটিতে
আবার এসো নুহাশ পল্লীর
চেনা সবুজ ঐ মাটিতে
তুমি আবার এসো........২
কথা সাহিত্যের রাজপুত্র
চড়িয়া স্বর্গরথে
তুমি আবার এসো বারবার এসো
পৃথিবীর এই পথে.....
উড়াও তোমার কৃতিধ্বজা
বাংলার ঘাটিতে....
আবার এসো নুহাশ পল্লীর
চেনা সবুজ ঐ মাটিতে...
তুমি আবার এসো
তুমি আবার এসো দৃষ্টিনন্দন
বৃষ্টি বিলাশ বাটিতে
আবার এসো নুহাশ পল্লীর
ঝিল্লিমুখর মাটিতে...২
তুমি আবার এসো....
তুমি আবার এসো...
©somewhere in net ltd.