![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই অন্তরে
তুলনাহীনা বান্ধবী
যেও নাকো তুমি ঐ দূরে
ব্যথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি।
তুমি আছ প্রান স্পন্দনে
তুমি আছ হাসি ক্রন্দনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে যাই শুধু তোমার মুখছবি।
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভূলে অভিমান হও সঙ্গীনি।
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৬
বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন, আবার দেখা হবে ভালো লাগা কোন কোন গানে।
২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ২:২৯
শুভ্র বিকেল বলেছেন: বেশ সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল