নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনই সময়

এখনই সময়

এখনই সময় › বিস্তারিত পোস্টঃ

আত্বহত্যার চেষ্টা.... কি করব? জরুরী সাহায্য মূলক পোষ্ট।

০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:২৪

আমার পরিচিত একজন রাগ করে আজ রাত আনুমানিক ১২.৩০ এ ঘুমের ঔষধ "হিপনোকাম" Hypnocum (midazolam BP) 7.5 mg এক সাথে ৯ টি ট্যাবলেট খেয়ে ফেলেছে। বিষয়টা তার পরিবার জানতে পারে রাত ৩টায়। তখন পরিবার তাকে প্রচুর পরিমান (এক/দেড় লিটার ) পানি পান করিয়ে এক বার বমি করায়, অতপর পূনরায় আবার ১লিটার পানি পান করিয়ে বমি করায় (মোট দুবার বমি করানো হয়)।



বর্তমানে রোগী ঘুমাচ্ছে। রোগীর বয়স ২৫ বছর। স্বাস্থ্যা ভাল।



এখন বর্তমানে কি রোগীকে হাসপাতালে নিতে হবে? বা কি করা উচিৎ?

ব্লগে ডাক্তার বা এই বিষয়ে জানেন এমন কেউ একটু পরামর্শ দিন, আর কি করতে হবে?










রোগীর হিষ্টরীঃ

রোগী প্রেমে ব্যার্থতা জনিত কারনে মানসিক ভাবে বিষন্ন থাকায় গত পরশুদিন ডাঃ হেদায়েতুল ইসলাম এর নিকট দেখানো হয়েছিল।

উনি তাকে যে ঔষধ দিয়ে ছিল তার মাঝে "হিপনোকাম" ৭.৫ মি.গ্রা রাতে ২টি খাবার কথা উল্লেখ ছিল। সেখান থেকেই এই ঔষধ সব গুলো আজ এক সাথে খেয়ে ফেলে।



ডাক্তারের প্রেপক্রিপশনে ঔষধ উল্লেখ ছিল নিন্ম রুপ ভাবে।



Esita 5mg = 1+0+1

Cloratril 0.5mg = 0+1+2

Hypnocum 7.5mg = 1/2+0+2

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:২৮

যখন ভালবাসলাম বলেছেন: একটা মানুষ আত্বহত্যার চেষ্টা করেছে,তাকে এখনো বাসায় রেখেছেন? :|| :|| :||

০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৪

এখনই সময় বলেছেন: ঘটনাটা আমার বাসয় না, আর আমি তো সেই জায়গায় উপস্থিত নাই। তার পরিবারকে আমিও উপদেশ দিয়েছি হাসপাতালে নিয়ে যেতে।

২| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:২৮

জটিল বলেছেন: হাসপাতালে নিয়ে যান , এরপর একটু সুস্থ্য হলে বিয়ে দিয়ে দেন । ঝামেলা শেষ

০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৭

এখনই সময় বলেছেন: আমি মূলত জানতে চাচ্ছি দু বার বমি করানোর পরও কি রোগীর মৃত্যুর আশঙ্কা আছে কি?
আর এখন তো অলরেডী ৮ ঘন্টা পার হয়ে গেছে। তাই কি করা যায়?

৩| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৬

হুতম_পেছা বলেছেন: হাসপাতালে নিয়ে যান,তার সাথে রাগ না করে,ভালো ব্যবহার করেন.।

০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৮

এখনই সময় বলেছেন: আমিও হাসপাতালে নেবার পরামর্শ দিয়েছি, তার পরিবার সামাজিক লাজ লজ্জার কারনে হাসপাতালে নিতে আগ্রহী নয়। :(

৪| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:৪৩

রাসেল মাহদুদ বলেছেন: কোন ঘুমের ওষুধ খেয়ে মানুষ মরে না। তা সে যতগুলোই খাক না কেন।

এখন প্রশ্ন করবেন তাহলে ঘুমের ওষুধ খেয়ে মানুস মারা যায়, এমন দুয়েকজন দাড়িয়ে যাবেন যে তারা নিজে এমন মরে যেতে দেখেছেন।----------

তাদের জন্য বলছি, ঘুমের ওষুধ খেয়ে যারা মরে তারা মুলত মরে হার্ট এটাকে। হার্ট এটাক এই ভয়ে হয় যে 'আমি তো মরে যাচ্ছি'। ঘুমের ওষুধ আসলে মানুষ মারতে পারে না, সেই রকম কিছু ঘুমের ওষুধে নেই। মানুষ মরে ওষুধ খাওয়ার পরে মরে যাওয়ার ভয়ে।

০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:৪৭

এখনই সময় বলেছেন: আপনি হয়তো ঘুমের ঔষধ খেয়ে মৃত্যুর বৈজ্ঞানিক ব্যক্ষা দিয়েছেন।

ব্যাক্ষা যাই হোক না কেন, পরিনতি যদি মৃত্যুই হয়ে থাকে সেখানে সেই মৃত্যুটা কি ভাবে এখন বন্ধ করা যায়? সেটাই আমার জানার চেষ্টা।

৫| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৯:২৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আট ঘন্টা হয়ে গেছে !! আরো বেশি পানি খাইয়ে আরও বেশি বমি করানো উচিৎ ছিল !! রোগীর ব্যাপারে পরিবারের উদাসীনতা টের পাওয়া যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি দেখে। রোগী মারা যাবার চান্স নেই আশা করি তারপরও হাসপাতালে নিয়ে যান।

ঘুমের ঔষুধ খেয়ে মানুষ মরে না !! যিনি এটা বলেছেন তাকে বলছি আপনি এটা কোথায় পেলেন ?? প্রত্যেকটা ঘুমের ঔষুধের লিথাল ডোজ আছে। না জেনে বিভ্রান্তিকর কথা বলবেন না দয়া করে।

৬| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৯:৪১

মৌ রি ল তা বলেছেন: ভাই টেনশন লইয়েন না।আমি ক্লাস নাইনে থাকতে ২০ টা নাপা আর ৩০ টা হিস্টাসিন খাইছিলাম মরার জন্য।ফিজিক্স পরীক্ষা ছিল,যেন আর জীবনে পরীক্ষা না দেওয়া লাগে।খাওয়ার পর দেখি কিছই হয় না।পরে ঘুমায় গেলাম।তিন দিন পর ঘুম থেকে উঠে দেখি বাইচা আছি।এখন মনে পরতেই হাশি পাচ্ছে

৭| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৯:৫৯

নিক টা আমার বলেছেন: একটা মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে এই জন্য পোস্ট দিয়ে পরামর্শ চায়লেন। ভাল কথা ।

নিশ্চয় আপনি দুশ্চিন্তায় আছেন......এইরকম একটা পরিস্থিতিতে কীভাবে পোষ্টে সুন্দর সুদর দুইটা ছবি লাগিয়ে দেবার কথা মাথায় থাকল ??
B:-) B:-)

বড়ই অদ্ভুত !!

০২ রা অক্টোবর, ২০১১ রাত ১২:০৭

এখনই সময় বলেছেন: আমি দুশ্চিন্তায় আছি বলে আমার বুদ্ধি নিশ্চয় লোপ পেয়ে যায় নি। আর সেই ব্যক্তি আমার পরিবারের কোন সদস্য নয়।

আর ছবি দুটি কি খুব আকর্শনীয় বা চিত্তকর্ষক?
আমি ছবি দুটি দেবার কারন হলে পোষ্টের প্রাসংঙ্গিকতা বৃদ্ধি করা। যাতে করে যে কেউ পুরো পোষ্ট না পড়েই ছবি দেখে পোষ্টের প্রাসঙ্গিকতা সম্পকে সামান্য হলেও ধারনা পায়।

৮| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ১০:০১

মীর্জা প্রীয়ম বলেছেন: সে যে কোন কারণেই হোক একজন মানুষ যখন জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে; জীবনটা যখন তার কাছে দীর্ঘ ও বিরক্তিকর মনে হয় এবং বেঁচে থাকাটাকে অর্থহীন মনে হয়, তখনই সে আত্মহত্যার পথ বেঁছে নেয়। এ অবস্থায় তাকে বাঁচার সহায্য না করাই উচিৎ। কারণ জীবনের বোঝা বহন করার চেয়ে মৃত্যুর মুক্তি অনেক অনন্দের।
আমি নিজেও অনেকবার চেষ্টা করেও বেঁচে থাকার কষ্ট থেকে নিস্কৃতি পাইনি।

০২ রা অক্টোবর, ২০১১ রাত ১২:০৯

এখনই সময় বলেছেন: মৃত্যুই জীবনের কষ্ট থেকে মুক্তির একমাত্র উপায়, আমি এ তত্তের সাথে একমত নই।

৯| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ১০:১০

মাহবু১৫৪ বলেছেন: এত সময় ধরে তাকে বাসায় রাখার কোন মানেই হয় না। যলদি হাসপাতালে নিতে বলুন।

০২ রা অক্টোবর, ২০১১ রাত ১২:১৬

এখনই সময় বলেছেন: আমি বলেছি হাসপাতালে নেবার কথা, তার পরিবার না নিলে আমার আর কি করার আছে? নিরব দর্শক হয়ে থাকতে হবে। :(

১০| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ১০:২১

রূপকথার রাজকন্যা বলেছেন: মিডাজোলাম এর লিথ্যাল ডোজ মানে যেই ডোজে মৃত্যুর সম্ভাবনা থাকে ইদুরের ক্ষেত্রে তা পাওয়া গেছে ১৬০০ মিগ্রা। আপনার রোগী খেয়েছেন ৭০ মিগ্রা এর মত। সুতরাং ভয় নাই। রোগী যেহেতু বমি করেছেন আর এলার্ট আছেন তাই আপনারাও নিশ্চিন্ত থাকেন রোগীর কিছু আর হবেনা। রোগীকে কফি খাওয়ান, ল্যাসিক্স দেন ২০ মি্গ্রা , তাহলে যেটুকু ওষুধ বডি তে আছে তা ইউরিন দিয়ে বের হয়ে যাবে। রোগীর ক্ষতি হবার ভয় কেটে গেছে। আপনারা শান্ত থেকে বাকি সিচুয়েশন হ্যান্ডেল করেন।

০২ রা অক্টোবর, ২০১১ রাত ১২:২৩

এখনই সময় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেডিকেল সাইন্সের তথ্য দেবার জন্য।

আপনার তথ্য আমাকে অনেকটা নিশ্চিত করল, রোগীর ক্ষতির সম্ভবনা সম্পর্কে।

প্রথমেই আমার মাথায় আইডিয়াটা আসে পানি পান করিয়ে বমি করানোর, যেহেতু পরিবার ঘটনাটা সামাজিক ভাবে জানা জানির ভয়ে মেডিকেলে না নেবার চেষ্টা করার সময়। এবঙ আমি সেই পরামর্শই দেই।

১১| ০১ লা অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৮

মুন্ডুহীন বলেছেন: নিক টা আমার বলেছেন: একটা মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে এই জন্য পোস্ট দিয়ে পরামর্শ চায়লেন। ভাল কথা ।

নিশ্চয় আপনি দুশ্চিন্তায় আছেন......এইরকম একটা পরিস্থিতিতে কীভাবে পোষ্টে সুন্দর সুদর দুইটা ছবি লাগিয়ে দেবার কথা মাথায় থাকল ??
B:-) B:-)

বড়ই অদ্ভুত !!


এই প্রশ্নটা আমারো...

১২| ০১ লা অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪১

জীবন্মৃত০১ বলেছেন: সুইসাইড করার সহজ কোনো উপায় নাই? তাইলে আমিও চেষ্টা কইরা দেখতাম। এই জীবন আর ভাল্লাগে না।

১৩| ০১ লা অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৪

ব্লগ ৪১৬ বলেছেন: ১। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। সে বিপদমুক্ত কিনা সেটা কনফার্ম হওয়া দরকার।

২।অতপর তাহাকে সুষ্থ করে কঠিন পেদানি দেওয়া হোক।

০২ রা অক্টোবর, ২০১১ রাত ১২:৪১

এখনই সময় বলেছেন: রোগী বর্তমানে অনেকটা সুস্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.