![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com
বন্য জীব জন্তুর ছবি তুলে থাকেন ৬৪ বছর বয়সী ব্রায়ান বেভান। তিনি সম্প্রতি দক্ষিণপূর্ব এশিয়ায় ছবি তুলতে গিয়ে ক্যামেরায় তুলে আনেন এটলাস মথ নামের ভয়ংকর সুন্দর এক প্রজাপতি। প্রসারিত অবস্থায় ১২ ইঞ্চি ব্যাস বিশিষ্ট পাখার এই প্রজাপতি আসলেই ভয়ংকর সুন্দর। চমৎকার রঙিন পাখা বিশিষ্ট এই এটলাস মথের পাখা দেখে মনে হবে ঠিক যেন ভয়ংকর কোবরা সাপ। শুধু মাত্র যে দেখতেই এমন তাই নয়, এটলাস মথ কে তাড়া করলে এটি তার পাখা এমন ভাবে দোলায় যে, দেখে মনে হবে কোন কোবরা ছোবল মারার জন্য তার মাথা সামনে পিছনে দোলাচ্ছে।
(২৫/০৯/২০১৪ইং)
সূত্রঃ ইয়াহু
অনুবাদ - সুখেন্দু বিশ্বাস
মূল পোষ্ট এখানে
২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৪
সুখেন্দু বিশ্বাস বলেছেন: সেই ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ তে মন্তব্য করেছেন, অথচ আমি এর মধ্য এই ব্লগে আসিনি, তাই উত্তরও দেয়া হয়নি। আমি আন্তরিক ভাবে দুঃখিত।
শুভেচ্ছা রইলো আপনাকে।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১
অপূর্ণ রায়হান বলেছেন: ভয়ঙ্কর সুন্দর একেই বলে
২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫
সুখেন্দু বিশ্বাস বলেছেন: আবার একই কথা বলতে হয়। আমি এর মধ্য এই ব্লগে আসিনি, তাই উত্তরও দেয়া হয়নি। আমি আন্তরিক ভাবে দুঃখিত।
শুভেচ্ছা সতত।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩
অন্ধবিন্দু বলেছেন:
ও ! ভয়ংকর দেখছি।