![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com
ঘড়ি চলে টিকটিক
সব কিছু ঠিকঠিক
চলছেনা ভাই।
ভয় আমা-তোমাতে
পেট্রোল বোমাতে
ঝলসে না যাই।
জীবনের রুজি রুটি
রোজগারে রোজই ছুটি
বিকল্প নাই।
অবসরে অবকাশে
স্বপনরা যদি আসে
তা কল্পনাই।।
২১/০৩/২০১৫ খ্রিঃ
[ছবি ইন্টারনেট থেকে। এডিটেড]
২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২১
সুখেন্দু বিশ্বাস বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ভাই ঘাস ফুল
এখানে আমি নিয়মিত না। অনেকদিন পর এলাম।
শুভেচ্ছা রইল।
২| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫৬
অর্বাচীন পথিক বলেছেন: ফেসবুকে পড়েছিলাম কবিতাটা খুব মজা পেয়েছি পড়ে।
এখন আমারা আমাদের অসহায় জীবন নিয়েই মজা করি আর মজা পাই।
সুখেন্দু দা শুভেচ্ছা রইল।
২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৯
সুখেন্দু বিশ্বাস বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ পথিক।
শুভেচ্ছা সতত
৩| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১০
অন্ধবিন্দু বলেছেন:
অতি বাস্তব কথা ... বিকল্প নাই ...
২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৮
সুখেন্দু বিশ্বাস বলেছেন: সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ অন্ধবিন্দু
শুভেচ্ছা অফুরান
৪| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬
তুষার কাব্য বলেছেন: খুব সত্যি কথা...
শুভেচ্ছা রইল।
২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫১
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১১
বিদ্রোহী বাঙালি বলেছেন: বোমা আমাদের জীবন থামিয়ে দেয় কিন্তু রুটি রুজির কোন ব্যবস্থা করতে পারে না। ছড়া ভালো হয়েছে সুখেন্দু দা। সামুতে আছেন জানতাম না।