![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com
আমরা নাকি সব কিছু খাই মিললে পরে ফিরি,
আলকাতরা, এন্ড্রিনও খাই, টানি বিষের বিড়ি।
এবার ফিরি নেটে,
পয়সা নিল কেটে,
শেষে দেখি ব্যাল্যান্স জিরো, হায়রে ফিরির ছিরি।।
(নোটঃ ফ্রি > ফিরি, শ্রী > ছিরি)
১১/০৫/২০১৫ খ্রিঃ
[ছবি ইন্টারনেট থেকে]
** মূল পোস্ট এখানে **
১১ ই মে, ২০১৫ দুপুর ২:১২
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক ধন্যবাদ পরান ভাই। তবে ফিরি থেকে কিন্তু সাবধান।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১১ ই মে, ২০১৫ দুপুর ১:৫৪
সুমন কর বলেছেন:
আমি কিন্তু এ সবে নাই !!!
১১ ই মে, ২০১৫ দুপুর ২:১৫
সুখেন্দু বিশ্বাস বলেছেন: না থাকাই ভালো ভাই সুমন। ফ্রি কিন্তু ফ্রি নয় একেবারে।
শুভেচ্ছা সতত ।
৩| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:৪০
ক্রান্তী সৌরভ বলেছেন: ফ্রীর সাথে শর্ত আছে তাতে,
তাই ফ্রী নিন, এক কোনে ছোট শর্ত থাকুক মিলেমিশে।।
১১ ই মে, ২০১৫ বিকাল ৩:১০
সুখেন্দু বিশ্বাস বলেছেন: 'শর্ত' ছোট, ইফেক্ট কিন্তু বড়,
ফ্রিতে এখন পকেট মর মর।।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই সৌরভ।
শুভেচ্ছা রইলো।
৪| ১৪ ই মে, ২০১৫ রাত ১০:১১
দীপংকর চন্দ বলেছেন: সাবলীলভাবে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কথা!!
সতর্কতা অবলম্বন সম্ভবত কমাতে পারে ক্ষতির মাত্রা!
অনিঃশেষ শুভকামনা সুখেন্দু দা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫১
সুখেন্দু বিশ্বাস বলেছেন: আপনাকে আরও একবার পাশে পেয়ে খুশি হলাম দীপ দা।
অনেক অনেক ধন্যবাদ আর
শুভকামনা রইলো দাদা।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৫ দুপুর ১:৫৩
সোহেল আহমেদ পরান বলেছেন: দারুণ লিমেরিক সুখেনদা.।
শুভেচ্ছা