![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুতে যা অর্জন আমার
নব জন্ম যে তোমারি।
পরিশ্রমে যা উৎপাদিত আমার
ভোগ্য আজ তোমারি।
কষ্টার্জিত সাফল্য আমার
সাধুবাদ শুধু তোমারি।
পানি হয় আজ রক্ত আমার
সার্থকতা যে তোমারি।
তবু অভাবে মোদের জীবন চলে
আয়েশি জীবন তোমারি।
হাহুতাশই জীবন আমার
সুখময় ভবিষ্যৎ তোমারি।
তীব্র শীতে কষ্ট আমার
সব উষ্ণতা আজ তোমারি।
ন্যায়নিষ্ঠতাই জীবন আমার
পাপিষ্ঠ জীবন তোমারি।
প্রােপ্যর অপূর্ণতা আমার
অপ্রােপ্যর পূর্ণতা তোমারি!
©somewhere in net ltd.