![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খণ্ড মেঘ, খণ্ড জরা,
খণ্ড রৌদ্র, খণ্ড আশা,
তারই মাঝে নাও খুজে ভাই
জীবনের সব ভালবাসা।
খণ্ড ব্যাথা, খণ্ড দুখ,
খণ্ড শান্তি, খণ্ড সু্খ
এরই জন্যে বুঝিবেরে ভাই
জীবনটা যে কতো অদ্ভুত।
খণ্ড আভাশ, খণ্ড চাওয়া
খণ্ড, খণ্ড পাওয়া না পাওয়া,
এরই মাঝে নাও খুজে ভাই
জীবনের সব বাস্তবতা।
সময়ঃ ০৩-০৬-২০০৫
©somewhere in net ltd.