![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রাবনের ঘন মেঘ ছুটেছিল সন্ধ্যায়,
তুমি আমি চোখাচোখি সেদিনের সেই একচিলতে বারান্দায়।
বুঝতেনা কিছুই তুমি আমাকে ছাড়া।
সেই তুমিই আজ অন্যের জালে দিয়েছ ধরা।
চৈত্রের তাপদাহে জ্বালিয়ে আমায়,
বর্ষার পরশে আজ মেতেছ দুজনায়।
বলেছিলে তুমি হারাবেনা এ জীবন থেকে,
রবে সূর্যের মত!
মনের গভীরে রাতের আধারে খুজেছি তোমায়
কতো হাজার-শত!
কালবৈশাখীর তাণ্ডবে আজ জীবন লণ্ডভণ্ড!
ফাগুনেরই উষ্ণতায় ভরা তোমার জীবন
ফুলে পরিপূর্ণ!
কৃষ্ণচূড়ায় কোকিল ডাকে মিহি সুরে, উতলা তোমার মন।
চিত্ত আমার ব্যাথায় কাতর, ঝর্নার মত সে ঝরছে সারাক্ষণ!!
তারিখঃ ১৭-০৭-২০০৬
©somewhere in net ltd.