![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিন্দু ফোটা লুটোপুটি খেলে মাতাল মধ্যদুপুরে
স্নিগ্ধ বাতাস দোলা দেয় উতাল মনের নূপুরে।
ঘুমন্ত জলের চোখের পাতা নাড়া দিয়ে যায় কয়েকটি দুষ্ট ফোটা
তারপর আলসেমি আর আড়মোড়া ভেঙ্গে চলে স্থির জলের ছান্দিক নান্দনিকতা।
শ্যামাকাশের মায়াবি দৃষ্টি যেন সম্মোহনের ঘোর
অগ্রাহ্য করা যে অসাধ্য আজ, তাই অপেক্ষায় থাকি রোজ।
তারিখঃ ২০-০৮-২০১৩
©somewhere in net ltd.