![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটে চলেছি পিচঢালা রাস্তায় রৌদ্র তপ্ত দুপুরে,
ফেলে এসেছি হাসি, তামাশা, সুর, আনন্দ কল্লোল।
ভেঙ্গে পড়েছে এমন বিষণ্ণ সারাক্ষণ তোমায় হারিয়ে।
প্রেমের অথৈ হৃদয় সমুদ্র খা খা করে বিস্তীর্ণ মরুভূমি।
ক্ষত নিয়ে বুকে আছি বেঁচে তোমায় হারিয়ে।
ধূসর চোখে শুধু তোমার স্মৃতি সঙ্গী হল জল,
ছিন্ন হৃদয় হাহাকার করে তোমায় করে স্মরণ।
তারিখঃ ০২-০৬-২০০৬
©somewhere in net ltd.