![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়েছি মোরা একাত্মা, রেখেছি হাতে হাত,
দেখি না আমরা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত।
চেষ্টা রবে আজীবন কল্যাণে মানবতার,
হোক না সে পথ বন্ধুর, ভারী আর নষ্ট যান্ত্রিকতার।
হা-হুতাশ করি আমরা যখন আই- ফোনের জন্যে,
বঞ্ছিতরা করে হা-হুতাশ শুধু পেট পুরে খাবার জন্যে।
হাকিয়ে চলি নতুন গাড়ি মস্ত বড় রাস্তায়,
আর ওরা অর্ধাহারে জীর্ণ শরীরে বসে রয় অন্ন চিন্তায়।
ছিন্ন বস্র নোংরা শরীরে এঁটে রয় ঘামে ভিজে,
নিত্য নতুন পারফিউমে আমার বসন সাঁজে ।
উপলব্ধিতে বোধদয় হয় চিন্তায় ঘুমহারা
এত কষ্টেও বাঁচতে পারে অসহায় দুস্থরা?
তাইতো আমরা হয়েছি একাত্মা, রেখেছি হাতে হাত
দেখি না আমরা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। //
তারিখঃ ০৫-০৭-২০১৩
(কবিতাটি ফেসবুক গ্রুপ মানবিক এর বন্ধুদের প্রতি উৎসর্গকৃত)
©somewhere in net ltd.