![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথাতুর ভারাক্রান্ত মনে শুধু অনুভব করি!
ন্যূনতম ভাষা নেই সান্ত্বনা জানাবার
দেশের নাগরিক হিসেবে এ মৃত্যুর জন্যে দায়ী আমি নিজেই।
কিছুই কি করার ছিলনা ঘটনার পূর্বে?
এত গুলো প্রান কেন পৃষ্ঠ হল?
আমিই দায়ী এসবের জন্যে।
কেন আমি জন্মালাম এমন দেশে???????
যে দেশে নিশ্ছিন্তে মৃত্যুরও নিশ্চয়তা নেই।
ভুখা মানুষের মিছিলে নব্য সম্রাজ্যবাদীদের মত কিভাবে পারলাম গুলি চালাতে???????
কোথায় গিয়ে মানুষ গুলো জীবনের নিশ্চয়তা পাবে?
এক একটা পরিবার নিঃস্ব হল তাদের শেষ উপার্জনক্ষম মানুষটাকে হারিয়ে।
এসব পরিবারের ভবিষ্যৎ কি?
এসবের জন্যে দায়ী আমিই।
কেন জন্মালাম এমন দেশে?
আর যারা এই ভয়াবহ উদাসীনতার নির্মম শিকারে বিকলাঙ্গ বা পঙ্গুত্ব বরন করেছে,
যারা ছিল সংসারের একমাত্র উপার্জনকারি সে যদি অ েন্যার বোঝা হয় তবে তাদের উপায় কি?
আমরা নব্য সম্রাজ্যবাদীরা কি এর ক্ষতিপূরণ করতে পারবো?
শুধু মনের বেথাতুর আকুতি দিয়ে তোদের সমবেদনা জানানো ছাড়া আমার যে আর কিছুই করার নেই
ইতিহাসের নির্মম তম দুর্ঘটনা নিয়েও আমারা রাজনীতি করি।
আমাদের মত নির্লজ্জ বেহায়া বুঝি কেউ নেই এই পৃথিবীতে।
এর জন্যে দায়ী আমি নিজেই
কেন জন্মালাম এমন দেশে?
এত মানুষের বিন্দু বিন্দু ঘামে যে শিল্প প্রতিষ্ঠিত বিশ্ব দরবারে,
সেই শিল্পের জন্যে মূল্য দিতে হল তাজা প্রান দিয়ে!!!!!!!!
যে দেশের মুনাফা যদি মানুষের জীবনের চেয়ে মূল্যবান হয়
এমন দেশের অধিকার আমি চাই না...
এর জন্যে দায়ী আমি নিজেই
কেন জন্মালাম এমন দেশে?
মাঝে মাঝে দুঃখ হয়! স্বাধীনতার এত বছর কাটল
অথচ আজো আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো শতভাগ অর্জন করতে পারলাম না !!!!!!!!
এর জন্যে দায়ী আমি নিজেই
কেন জন্মালাম এমন দেশে?
কতটা নির্লজ্জ আর আত্মকেন্দ্রিক হলে এমন নির্মম সব কাণ্ড করা যায়?????
সব কিছুর জন্যে দায়ী আমিই
আমিই বুঝি অভাগা দেশটার জন্নে কিছুই করতে পারলাম না!!!!
©somewhere in net ltd.