![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতি আমায় আলিঙ্গন কর
মুছে যাক জড়তা,
স্নেহের পরশ বুলিয়ে দাও
পিতৃ স্নেহের বিশালতা।
প্রকৃতি আমায় আলিঙ্গন কর
ছুঁয়ে যাক শুভ্রতা,
মায়ায় ভরা আঁচল জুড়ে
মায়েরই মমতা।
প্রকৃতি আমায় আলিঙ্গন কর
উবে যাক মলিনতা,
ভগ্নী তোমার লালিত্যে
ধরণি পেল পুষ্পের সজীবতা।
প্রকৃতি আমায় আলিঙ্গন কর
লেগে থাক মাদকতা,
ভাতৃ হৃদে লুকায়িত প্রেম
শুদ্ধ পেলবতা।
প্রকৃতি আমায় আলিঙ্গন কর
ভেসে যাক কুটিলতা,
প্রেম সুন্দর নারী রুপে
করি তাহারই আরাধনা।
তারিখঃ ১৮-১১-২০০৭
©somewhere in net ltd.