![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জলে কচুরিপানার মতো ভাসতে আমার ইচ্ছা করে।
রাজহাঁসের গর্বিত বিচরন আমায় মুগ্ধ করে।
চপলা মাছরাঙার মত ইচ্ছা করে চুপটি করে বসে থাকি বিস্ময় সন্ধানে।
আর ছোটাছুটি করতে ইচ্ছা করে পুঁটি মাছের মতন।
ইচ্ছা করে ডানা ঝাপটিয়ে দাপিয়ে বেড়াতে।
রাঙ্গা ভোরের শালিক হয়ে সকালটা রাঙ্গাতে।
বউ কথা কউ পাখির মত গান শুনাতে।
ইচ্ছে করে ফিঙ্গের লেজে শৈশব আটকাতে।
সমুদ্রের লোনা জলে সাতার দিতে ইচ্ছা করে।
গাংচিল এর পীঠে চড়ে সমুদ্র দিগন্ত দেখার ইচ্ছা করে।
লাল কাঁকড়ার ছান্দিক গৃহে ডুব বার বার দেখতে ইচ্ছে করে
ইচ্ছে করে জেলে-মাঝির দেরাজ গলায় গাওয়া গানটি শুনতে।
০৩-০১-২০১৪
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
অদিব বলেছেন: ভালো লেগেছে!
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
বারিদ কান্তার বলেছেন: ধন্যবাদ! এয়ী এবং অদিব
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
রুপম শাহরিয়ার বলেছেন: সুন্দর হইছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
বারিদ কান্তার বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
এয়ী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে!!!!!!