![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ উৎসব আমেজে সরগরম পাড়া, মহল্লা, গ্রাম, নগর ও বন্দর।
শ্রাবণের শেষে ভাদ্রের তির্যক সূর্য কিরণে তপ্ত নদী, মাঠ, ঘাঁট ও প্রহর।
সাত রঙা বাহারি পোশাকে কচি প্রানে আনন্দের হুল্লোড়।
পথে পথে কতো মত, কতো সুর, কতো গীত বড়ই মধুময়
এরই মাঝে নিতান্তই জীবিকার ছলে খুঁজছে দেখো কতইনা আশ্রয়।
জীবিকার অন্ন খুঁজে হন্যে হয়ে পথে আজ তারা এমনও দিনে
আপন জনের মায়া ভুলে তকদিরের ঘানি ছুটিয়ে বেড়ায় শহুরে রাজপথে।
সৃষ্টির অভিশাপে তাদের প্রতিদিনই যায় সমান
বিশেষ দিনের প্রবঞ্চনা হয়ে রয় শুধুই স্বপ্নময় উপাখ্যান।
বারিদ কান্তার
২৯/০৭/২০১৪
©somewhere in net ltd.