![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে দেখার পর নিলাভ আকাশের
সুদর্শনা রংধনু দেখি না।
তোমাকে দেখার পর চঞ্চলা প্রজাপতির
পিছে আর ছুটি না।
তোমাকে দেখার পর বর্ণিল ফুলেদের
তারিফ কিন্তু করি না।
তোমাকে দেখার পর পড়ন্ত বেলায়
গোধূলির ছবি আঁকি না।
তোমাকে দেখার পর উদভ্রান্ত পাখিদের
সুরেলা কিচির-মিচির শুনি না।
তোমাকে দেখার পর ঝর্নার জল
আর গায়ে মাখি না।
তোমাকে দেখার পর দুদণ্ড শান্তি পেতে
বনলতা সেনের কাছেও যাই না।
তোমাকে দেখার পর হৃদয় পটে ভূমিকম্প
হয় কেন তা জানি না।
তোমাকে দেখার পর ভোরের শুভ্রতার
মাঝে নির্লোভ আশ্রয়ও খুজিনা।
তোমাকে দেখার পর শুধু তোমাকে দেখার পর
প্রশ্ন করি মন চুরি হয়েছে কিনা?
আমি আজো বুঝিনা।
-------বারিদ কান্তার
০৪-১০-২০১৪ইং
২| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++
ভালো লিখেছেন ।
ঈদ মুবারক
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫
বারিদ কান্তার বলেছেন: ধন্যবাদ!!! অপূর্ণ রায়হান।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬
বারিদ কান্তার বলেছেন: ভালো লাগলেই আমি ধন্য!!! কলমের কালি শেষ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার কবিতায় ভাল লাগলো ।